আমাদের কথা খুঁজে নিন

   

দিন শেষে পাখিরা নীড়ে ফেরে..

ঢেকি স্বর্গে গেলেও কিন্তু.... দিন শেষে পাখিরাও নিজ নীড়ে ফিরে সন্ধ্যা ঘনিয়ে এলে সুর্যের লালাভ বর্ন দেখে ওরা কিভাবে বুঝে?.. যে একটি দিনের মৃত্যূ হয়েছে?.. ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আপন গৃহে রাত্রীটা বিশ্রাম নিয়ে আবার দিন হলে বেরিয়ে পড়ে জীবিকার সন্ধানে দু একটি কিট-পতঙ্গ ধরে খায় এবং বেচেঁ থাকে পাখীদের কে শিখিয়েছে এই কৌষল?.. ওদের কি কোন স্কুল বা কলেজ আছে.. যা থেকে ট্রেনিং নিয়ে ওরা শিখেছে বেঁচে থাকার সংগ্রাম?.. তবে কি প্রশ্ন জাগেনা নিশ্চয়ই একজন স্রষ্টা আছেন যিনি শিখিয়ে দিয়েছেন এবং ব্যবস্থা করেছেন প্রত্যেক প্রাণীকুলের জন্য রেখেছেন এই পৃথিবীতে জীবন ধারনের আহার্য বস্তু কিংবা প্রাণী যা অন্য প্রাণীদের জীবন ধারনের রুজি!!..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।