আমাদের কথা খুঁজে নিন

   

।। ভদ্র নাগরিক ।।

বাঙলা কবিতা জখম থাকবে; জ্বলনও থাকবে বুকে দহনদলিত মেঝে ঢাকো মোজেইকে হাসিখুশি সাজ পরে নাও চোখেমুখে ক্ষরণরক্ত ঘঁষেমেজে করো ফিকে পারলে মেঝেও ঢেকে দিও কার্পেটে বন্ধুরা যেন সুখ পায় পায়ে হেঁটে অতিনগরের সামাজিক মৌসুমে দুখকারুকাজ রেখো না ড্রয়িংরুমে ভেতরে ভিজুক, গোপনে জমুক নদী লুকিয়েই রাখো হাহাকারভরা ঘরও হৃদয়ের চেয়ে সভ্যতা বেশি বড় অভিনয় করো, অভিনয় নিরবধি শব্দ করো না বিঁধে যাক বুকে তীক্ষ্ণ শিক নিজেকে বানাও নিপুণ ও ভদ্র নাগরিক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।