আমাদের কথা খুঁজে নিন

   

।। হাওয়ার কান্না শোনো ।।

বাঙলা কবিতা দ্বিমত পোষার প্রতীজ্ঞা করিনি ভিন্নমতের জেদ রাখিনি মোটে চপল স্বভাব অনেক তো হরিণী সীতাকুণ্ডু পাহাড়বেলায় ফোটে ইজেলভরা প্রেক্ষাপটে রঙ মাখিনি কোনও, তবু আমার যথেষ্ট বিশ্বাস এঁকেছি সেই ভূতপূর্ব গোলাপ ফুলের শ্বাস আমার স্বপ্নভরা জনশ্রুতির শাপ দুঃস্বপ্নভরা আমার অথৈ মনোস্তাপ অন্ধকারের পঞ্জিকাময় একটি তুমুল মাস আমার তুমি; এবং বাকি ঋতুর একাদশে স্বপ্ন যখন বিপর্যস্ত অন্ধকারে ধ্বসে নিচাষ তোমার মল্লিকাবন জুড়ে বেগানা এক স্বামীর অন্তঃপুরে খুলছো কেন রক্তরাঙা ঠোঁটের দোনোমনো? ঈশান কোণে ঝড় জমেছে, হাওয়ার কান্না শোনো!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।