আমাদের কথা খুঁজে নিন

   

চল যাই প্রেম যমুনায়

চল যাই প্রেম যমুনায় যেথায় হাসেদের দল ভেসে চলে ঢেউ তুলে জল কেলি করে জলস্নানে উচ্ছাস ভরে। পান কৌড়ি ডুবে ডুবে লুকোচুরি খেলায় সঙ্গোপনে ঘাস ফড়িং এর দল বসে থাকে সঙ্গমে এক ঝাক সাদাবক উড়ে চলে দল বেধে চপল মনে মিলন মেলায় সবুজ বনে সুখের টানে। ডাহুকের দল যায় হেটে যায় গভীর জঙলে বাসর সাজায় বাবুই পাখি বাধে বাসা আপন মনে সুখকামনায় প্রসাদ গড়ে খড়কুটোয় ঝুলিয়ে দেয় তাল পাতায়। সাদা সুখের পায়রা গুলো সুখের খোজে ব্যাকুল হলো প্রেম কামনায় শিলন নেশায় চল যাই প্রেম যমুনায়। তুমার আমার মিলন খেলায় নতুন মধুর সুখের ছোয়ায় মেতে উঠি সোনার আঙিনায় গোপন সুখের কাপন জাগায় চল যাই প্রেম যমুনায়। মিলন হবে তোমায় আর আমায় ফুলে আর ঐ কালো ভোমরায় চল যাই প্রেম যমুনায়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।