আমাদের কথা খুঁজে নিন

   

এত 'ব্লগ ব্লগ' করে কি হবে?? ব্লগ তোমাকে খাওয়ায় না পড়ায়??

(আজকে খুব সম্ভবত জীবনের অনেক বড় একটা ধৈর্যের পরীক্ষা দিলাম। এই পোস্ট একবার লিখে সেভ বাটন ক্লিক করতেই পুরা লেখা গায়েব হয়ে গেছে। আবারো লিখলাম নতুন করে। ) শিরোনাম দেখে ভ্রু কুঁচকে তাকাচ্ছেন নিশ্চয়ই? ভ্রু কুঁচকানো অস্বাভাবিক কিছু না। গত দেড় বছর ধরে এই ব্লগটা পড়ছি।

ব্লগটা ভালো লেগেছিল এখানে অনেক রকম পোস্ট আসে- সাহিত্য, রাজনীতি, ছবিব্লগ, রম্য, টেকনিক্যাল বিষয় , ভ্রমণ, মুভি রিভিউ আরো নানা রকম। লেখালেখির অভ্যাস নেই বলে পোস্ট দেই না। অফলাইনেই চোখ বুলিয়ে যেতাম। কখনো মন্তব্য করতে ইচ্ছা হলে লগিন করতাম। মাঝে বেশ কিছুদিন প্রথম পাতায় কপি-পেস্ট অথবা নিজের ব্লগ সাইটের লিঙ্ক সর্বস্ব পোস্ট, ক্যাচালপোস্ট, ২/৩ লাইনের স্ট্যাটাস পোস্ট নয়ত ১৮+ পোস্টের ছড়াছাড়ি দেখে কিছুটা হতাশই হচ্ছিলাম।

সাহিত্য ব্যাপারটা খুব একটা প্রিয় বিষয় না হলেও অফলাইনে বেশ কয়েকটা গল্প পড়েছিলাম। ভাল লেগেছিল । কিছু গল্পের মন্তব্যগুলোও পড়তাম। কারন সেখানে পোস্ট নিয়ে অনেক গঠণমূলক মন্তব্য আসতো। গল্পগুলো প্রথম পাতার সাম্প্রতিক মন্তব্যের তালিকা থেকে লিঙ্ক পেতাম।

কিন্তু ইদানিংকালে এই তালিকা আসলে বিরক্তি ছাড়া আর কিছু দেয়নি। কিছু পোস্টের নাম বার বার আসায় সেই পোস্টগুলোতে ঢুকলে দেখা যেত সেখানে ইয়াহু, ফেসবুকের মত চ্যাটিং চলছে। এভাবে সাম্প্রতিক মন্তব্যের ঘরে বার বার একই পোস্টের নাম আসতে থাকায় অনেক পোস্টই হয়ত চোখ এড়িয়ে যেত। নেটে রেগুলার না, ব্লগেও আসি কম। এত এত পোস্টের মাঝে থেকে পছন্দমত পোস্ট খুঁজে পাওয়া আমার জন্য একটু কঠিনই হয়ে যায়।

তাই ভরসা ছিল এই সাম্প্রতিক মন্তব্যের তালিকা। কিন্তু এখন এটাও আর কাজে দেয় না। গত কয়েকদিন ধরে এভাবে পোস্ট খুঁজে খুঁজে পড়ার ব্যর্থ চেষ্টা করে বিরক্ত এখন। বিরক্ত হতে হতে একসময় মেজাজ খারাপ হয়ে গেলে নিজেকেই ধমক দেই,- এত 'ব্লগ ব্লগ' করে কি হবে?? ব্লগ তোমাকে খাওয়ায় না পড়ায়?? আসলেই তো , ব্লগের প্রতি বিরক্ত হয়ে শুধু শুধু কেন নিজের মেজাজটা খারাপ করছি। ব্লগ তো আমাকে কিছু দেয়নি।

আসলেই কি দেয়নি? দিয়েছে। বেশ কিছু ভালো পোস্ট পড়েছি, আনন্দ পেয়েছি, জেনেছি অনেক তথ্য। বর্তমানের সময়টাকে মাইনাস করলে ব্লগটাকে এতটা অর্থহীন মনে হয়নি। সেই দায়বদ্ধতা থেকেই আজকের এই আক্ষেপ। আমার মত নামমাত্র এক ব্লগারের আক্ষেপে কিছু আসে যায় না হয়ত।

না হোক। যা বলার ছিল, বলে গেলাম। এবার আপনারা ভ্রু কুঁচকাতে পারেন আরো বেশি বেশি। এতক্ষণ ধরে কষ্ট করে অগোছালো এই কথাগুলো পড়ার জন্য ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।