আমাদের কথা খুঁজে নিন

   

দেশ জুড়ে ফাটল আতঙ্ক!!

দেশ জুড়ে ফাটল আতঙ্ক দেশজুড়ে ফাটল আতঙ্ক দেখা দিয়াছে,, আর এই আতঙ্ক সংক্রামিত হইয়া মানুষ, পাগল (তারাও উচ্চ তলার মানুষ)সহ অবোধ প্রাণীদের মাঝে ছড়াইয়া পরিতেছে। সামান্য ফাটল দেখা মাত্রই আতঙ্কগ্র¯— এইসকল প্রাণীসকল অংগুলি দিয়া দেখাইতাছে। কাহারা আবার যেনো ফাটল সংশি­ষ্ট পিলার ধরিয়া ‘নাড়াইয়া’ ৯ তলা ইমারত চোখের পলকেই ধ্বসাইয়া ফেলিয়াছে। বঙ্গ দেশীয় এক পাগল (যিনি উচ্চ তলায় বসবাস করিয়া ফাটল দেখিয়াছেন) তিনি ফাটল দেখিয়া জাতীর উদ্দেশ্যে ভাষণ দিয়াছেন। তাহার এই মূল্যবান ভাষণ দেশের পত্রিকাগুলোর প্রথম পাতায় অতি গুর“ত্বের সঙ্গে ছাপা হইয়াছে।

কেহ কেহ তাহাকে পাগলের সাথে তুলনা করিয়া পাগলদের অপমান করিয়াছেন। কিন্তু তাহার পরেও পরের দিন আরেক দফা ভাষণ গণমাধ্যমে স্থান করিয়া নিয়াছে। কেউ কেউ ইহাকে বিনোদন বলিয়া কিঞ্চিৎ হাসিয়াছেন। শত শত লাশের মিছিলে কান্নার জলও যেখানে শুকাইয়া গেছে,,, সেখাানে এই ধরনের সরল বিনোদন সবার মাঝে আশা সঞ্চার করিয়াছে। যাহারা গত কয়েকদিন যাবৎ হাসি নামক বস্তুটিতে ভুলিতে বসিয়াছেন তাহারাও ইহার প্রয়োজন অনুভব করিয়াছেন।

কেউ কেউ উচ্চ তলার এই প্রানীকে বুুদ্ধি-প্রতিবন্ধি বলিয়া বিতর্কের জন্ম দিয়াছেন,,, অর্থ¯—াস্ত্রে সর্বোচ্চ মেধার পরিচয় লইয়া যিনি বুদ্ধি বেচিয়া আয় রোজগার করিতে পারিতেন .. তিনি তা না করিয়া দেশ সেবার মতো মহান দায়িত্ব কাধে তুলিয়া নিয়াছেন, বোধকরি এই জন্য বুদ্ধির সাথে প্রতিবন্ধি শব্দটি যোগ করিয়াছেন কেউ কেউ। তা যাই হোক,,, দেশের বর্তমান পরিস্থিতিতে অবোধ প্রাণীদের গুর“ত্ব বাড়িয়াছে তাহা নিসন্দেহে বলা যায়। টানা দুই দিন কোন কারন ছাড়াই ইহাদের কর্মস্থল বন্ধ রাখিয়া ইহাদের মালিকগণ প্রধানমন্ত্রীর নিকট নিরাপত্তা চাহিয়াছেন। ইহার চেয়ে আর বড় কী পাওনা হতে পারে এই সকল অবোধদের!!!। এই সকল অবোধদের আবারো গুর“ত্ব বাড়িবে।

সাভারের ঘটনা সর্বকালের রেকর্ড ভাঙ্গিয়াছে। অবোধদের দ্বারা আবারো রেকর্ড ভাঙ্গিয়াগেলে ... গুর“ত্ব বোধকরি বাড়বেই, কমবেনা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।