আমাদের কথা খুঁজে নিন

   

..….… আমি লজ্জিত ।

হুমায়ূন আহমেদের একটি উক্তি আমার খুব প্রিয়- "তুমি ভুল করেছ তার মানে তুমি মানুষ.… তুমি সেই ভুলের জন্য অনুতপ্ত তার মানে তুমি একজন ভালো মানুষ…" হ্যা, আমি আশরাফুলের কথাই বলছি… না, আমি আশরাফুলের বড় কোন ভক্ত নই… কিংবা আমার প্রিয় খেলোয়ারদের তালিকায় আশরাফুলের নামও নেই… বরং তার আউট হওয়ার ধরনের কারনে আমি তার একজন বড় সমালোচক… । কিন্তু আমি তাকে শ্রদ্ধা করি.... হ্যা আমি তাকে শ্রদ্ধা করি ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩২ বলে ৫১ রানের ম্যাচ জয়ী সেই ইনিংসের জন্য যা ছিলো ১৯৯৯(পাকিস্তানের বিপক্ষে) সালের পর বাংলাদেশের প্র্থম আন্তর্জাতিক ম্যাচ জয়… আমি তাকে শ্রদ্ধা করি ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জয়ী ১০১ বলে ১০০ রানের সেই ইনিংসের জন্য, যে ম্যাচকে উইজডেন ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় অঘ্টন হিসেবে আখ্যায়িত করেছিলো ! করবেইবা না কেন? তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্যান্য বড় বড় দল মাঠে নামতো সম্মানজনক ভাবে হারার জন্য, সেখানে বাংলাদেশের জয়তো কল্পনার বাইরে… আমি তাকে শ্রদ্ধা করি গায়ানাতে ২০০৭ বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ধ্বংস স্তুপের উপর দাড়িয়ে ৮৩ বলে ৮৭ রানের ম্যাচ জয়ী সেই ইনিংসের জন্য… তাকে শ্রদ্ধা করি ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জয়ী সেই ৪৩ বলে ৬১ রানের ইনিংসের জন্য, যা এখনো টি-২০ তে বাংলাদেশের পক্ষে ধ্রুততম ফিফটি (২০ বলে)… আমি তাকে শ্রদ্ধা করি ২০০৪ সালে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে শ্রোতের বিপরীতে দাড়িযে ১৫৮ রানের সেই ইনিংসের জন্য, যে ইনিংসকে ভারতের তৎকালীন অধিনায়্ক সৌরভ গাঙুলী তার দেখা অন্যতম সেরা ইনিংস বলে আখ্যায়িত করেছিলেন… আমি তাকে শ্রদ্ধা করি ২০০১ সালে অভিষেক টেস্টে কলম্বোতে সেই ইতিহাস গড়া ১১৪ রানের ইনিংসের জন্য, যা বাংলাদেশকে প্রথম বারের মত ক্রিকেট ইতিহাসের কোন একটি রেকর্ডের পাতায় শীর্ষে বসিয়েছিলো…..... হে আশরাফুল তুমি আমাদের দূর্দিনে হাসিয়েছ, আনন্দে ভাসিয়েছ, পরাজয়ের খোলস ভেঙ্গে জিৎতে শিখিয়েছ… অথচ তুমি আজকে পরাজয়ীর বেশে কাদছো… আর আমরা মীর্জাফরের মত দাড়িয়ে দাড়িয়ে মজা দেখছি…!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।