আমাদের কথা খুঁজে নিন

   

"তো?"----------আহমেদ

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। তো কি হয়েছে? ক্রমান্নয় ব্যথা দিয়েছ, ভেবেছ দুরে চলে যাব ভেবেছ বিষন্ন বসে রব নাহয় নাই দিলে ভালবাসা, নাহয় নাই হাসলে একটুখানি তো কি হয়েছে? এই আমার প্রশ্বাস চলছে বটে, বেঁচে কি রয়েছি আমি ? তোমাকে ছাড়া থাকতে কি পেরেছি? মুহূর্তও মূর্ত, তোমায় ছাড়া কালের যাপন ধ্রুব তারকার মত স্থির, সবই জানো তুমি, তো কি হয়েছে? এই মন বেথায় বারবার চূর্ণ হয়েছে, হয়েছে এই হৃদয় ক্ষত-বিক্ষত, রক্তাত্ত !! তুমি তবু স্মিত হেসে বল, তো কি হয়েছে !!! __________________________________________________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।