আমাদের কথা খুঁজে নিন

   

রাত বাড়ছে শহরে....

অতঃপর রাত, পলেস্তরা খসা দেয়ালের গায়ে অদ্ভুত নীরবতা; তখন অন্ধকারে লীন হয়ে যাচ্ছে নিঃসংগ ছেলের হারমোনিকা। সাম্যবাদের মাতম ঠেলে কিছু জোনাকি তারা হয়ে ওঠে আর- ল্যাম্পপোস্টে হেলান দেয়া বারবণিতা শরীরের ভার ছেড়ে দেয় আলতো করে। বাছ-বিচার না করেই ছেলেটি শুয়ে পড়েছে ফুটপাথে হাতে সিরিঞ্জের দাগ; উচুঁ ফ্ল্যাটের খোলা জানালা দিয়ে রঙ্গীন আলো পড়ে রাস্তায়, ঠোঁট শুষে নেয় ঠোঁট, দুটো মানুষের পা এক হয়ে চারপেয়ে জন্তুমত লাগে। যে কথা সবাই জানে তাই নিয়ে প্রহসনের ফিসফিসানি; রাত বাড়ছে; শহুরে রাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।