আমাদের কথা খুঁজে নিন

   

তোমরা আছো তাই সাহস পাই

দশ নাম্বারে ব্যাটে নেমে ব্যাটসম্যানদের আসলে হারানোর কিছু থাকে না। এই অবস্থানে একজন ব্যাটসম্যানের যা থাকে তার নাম সাহস। যে সাহস করে চারপাশে ঘিরে থাকা স্লিপের উপ্রে নিশানা করে সেই গেইন করে। আজকে এই সাহসের পরিচয় দিয়েছে আবুল হাসান ওরফে রাজু। "কংগ্রেচুলেশ আবুল হাসান"সেই সাথে জাতির পক্ষ থেকে অভিনন্দন।

আজকে হয়তো প্রধানমন্তী বা বিরোধি দলের নেত্রী তোমাকে কংগ্রেচুলেশন করতে আসবে না,কারন তারা অন্য আবুলদের নিয়ে অনেক ব্যাস্ত। সেই আবুলরাও অনেক টেলেন্ট এবং শীর্ষ স্থান দখল করে আছে,তারা হয়তো নিজের দলের কাছে অনেক বড় কিছু কিন্তু তারা আমাদের মাথা নিচু করে দেয়,তারা আমাদের লজ্জা!!তুমি আমাদের মাথা উচু করে দিয়েছো,তুমি আমাদের গর্ব। আজ থেকে হয়তো আবুল লিজেন্ডের রুপ পরির্তন হবে। কোন দুর্নিতি বাজকে আবুল বলে গালি দিতে গিয়ে একবার থমকে তোমাকে স্বরন করতে হবে। আবুল আর কেউ গালি হিসাবে ব্যাবহার করবে না।

এখন মনে হয় পরিবহন আবুলের উচিত এই ছেলেটাকে একটা ধন্যবাদ দেয়া,বিশাল এক লিজেন্ডের হাত থেকে মনে হয় মুক্তি মিললো আবুল নামটির,যে নামটি কলুষিত করেছিল আমাদের পরিবহন আবুইল্যা। "We are proud of u Abul Hasan" ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।