আমাদের কথা খুঁজে নিন

   

কোয়ান্টাম মেথড > মেডিটেসনের সাথে আধুনিক শব্দ যোগ করে আধুনিক প্রতারনা?

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: neo21580@yahoo.com মেডিটেসন বহু পুরানো ধারনা... লেটিন শব্দ meditatio, from a verb meditari, meaning "to think, contemplate, devise, ponder" ব্লগে কোয়ান্টাম মেথড নিয়া বিভিন্ন লেখা পড়ে কোয়ান্টাম মেথড website এ বিভিন্ন কাযকলাপ দেখলাম... তাতে মনে হলো কোয়ান্টাম মেথড পুরানো মেডিটেসনের ধারনাকে পুজি করে বিজ্ঞানের নতুন নতুন শব্দকে এক করে কুসংস্কারে নতুন এক পথ চালু করেছৈ.. প্রথমেই আসি নাম নিয়ে " গুরুজী শহীদ আল বোখারীর মহাজাতক" তিনি আগে মহাজাতক নামে পরিচিত ছিলেন. শহীদ =শব্দটি ইসলাম ধমের বিশ্বাসীর কাছে খুবই সন্মানজনক আল বোখারী= বোখারী শরীফ হাদিসের সংগ্রহের মাঝে বিশুদ্ধ হিসেবে গন্য হয়.. তাই "গুরুজী শহীদ আল বোখারীর মহাজাতক" মানুষের ধম` বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রাথমিক ধারনা তৌরতে কাজে দেয়... অবশ্যই " গুরুজী শহীদ আল বোখারীর মহাজাতক" উনার পিতা মাতার দেওয়া নাম না... উনি নিজে এই নাম নিয়েছেন... যাতে মানুষ তার নাম থেকেই একটা ভাল ধারনা পায়... এই জন্যই সবাই নতুন নতুন ভাল নাম খোজে নবজাতকের জন্য... যেমন>>> বাংলাদেশে মীর বংশের ছেলের নাম জাফর রাখবে না.. " মীর জাফর" এই নাম প্রথমেই একটা খারপ ধারনা তৌরি করবে ঐ লোক সম্পকে... কোয়ান্টাম মেথড = এখনে কোয়ান্টাম শব্দ ব্যবহার করেছে কিন্তু তা অবশ্যই কোয়ান্টাম থিউরির সাথে কোন সম্পক` নাই... কোয়ান্টাম এইটা একটা জটিল শব্দ এবং কোয়ান্টাম থিউরি খুব কম মানুষই পুরোপুরী বোঝে... ছোট্ট কইরা হালকা একটু ধারনা পাবেন নিচের ভিডিওটা দেখলে.. Morgan Freeman, Stephen Hawking, Michio Kaku, Brian Cox, Richard Feynman, and Frank Close. এরা এই গানটা গাইছে মেডিটেসনকে " কোয়ান্টাম মেথড" এই নতুন/জটিল নাম দিয়া মানুষকে একটা ঘোরের মাঝে রাখতে চায়... যাতে গুরুজি যেই ভাবে ব্যখ্যা করে তাই মানুষ মেনে নেয়... কোয়ান্টাম মেথড সাইটে কিছু কায`কলাপ দেখলাম >> ১) সদকা হিলিং ২) মাটির ব্যাংক ৩) কোয়ান্টাম যাকাত ফান্ড ৪) রক্ত দান সদকা হিলিং: সাইটে কিভাবে মানুষ উপকার পেয়েছে তার কিছু নমুনা সদগা হিলিং পেজ * ব্যথা হলে আর দড়ি দিয়ে মাথা বেঁধে রাখতে হয় না ( * আব্বা আবারও সাইকেলে চড়েন ( হাড় ভেঙ্গে যাবার পরে ভাল হয়েছেন) * কেমোথেরাপির সবগুলো সাইকেল লাগে নি ( ৪টার পরে আর দরকার হয়নি) * মেয়ের কোল আলো করে এলো সন্তান ( *রিউমেটিক ফিভার ভালো হয়েছে *আয়ু বড়জোর এক বছর ( জন্ডিস ডাক্তার ১ বছর বাচবে বলেছিলো) *৫ মিনিটেই ব্যথা কমে গেল ( মাইগ্রসনের ব্যথা মুক্তি) *ইটালিতে ওয়ার্ক পারমিট হলো *কারখানায় কাজ চলছে শান্তিপূর্ণভাবে *আইসিইউ থেকে ফিরেছেন *কন্যার বাবা হলাম( কন্যার ইচ্ছা ছিলো হিলিং করাতে কন্যা হয়েছে) *কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া কমছে *দ্রুত কাজের অর্ডার পেলাম *এ বাচ্চা বেঁচে আছে কীভাবে? ( ওটিতে ইউটেরাস ওপেন করে ডাক্তারদের চোখ ছানাবড়া, ‘কীভাবে সিজার করবো? বাচ্চার চারদিকে শুধুই টিউমার। এ বাচ্চা বেঁচে আছে কীভাবে?’) *দূরদেশেও কাজ করে ( বাংলাদেশে বসে কানাডার মেয়ের হিলিং ) * ছোটবেলার ঘটনাও মনে করলেন ( বিদেশি বাংলাদেশী বন্ধুর কাছে হিলিং এর কথা শুনে হিলিং করাতে দিয়ে ফল পেয়েছেন ) *হার্ট তো ৩০ বছরের যুবকের মতো ( তখন ১৩ দিনের হিলিং বাবদ সদকার টাকা আলাদা করে রেখে নিজেও হিলিং শুরু করলাম। ২ ঘণ্টা পর ইটিটি করানো হলো। সব রিপোর্ট দেখে হাসতে হাসতে ডাক্তার বললেন, এ বয়সেও ওনার হার্ট ৩০ বছরের যুবকের মতো ) উপরের সব কাহিনি কোয়ান্টাম মেথড সাইটের সদগা হিলিং পেজ থেকে নেওয়া... এই রকমের ৩৭টা ঘটনা আছে >> কাহিনি গুলি পড়লেই বুঝবেন যে সব কুসংস্কার ছড়ানো হচ্ছে বিশ্বাসী মানুষের মাঝে... সদকা হিলিং কিভাবে কাজ করে? == কোয়ান্টাম হিলিং ও সাইকি ওরিয়েন্টেশন ফি - ৭০০টাকা >> ছাত্র দের ৫০০টাকা " হিলিং ফরমে যে-কেউ নিরাময়প্রার্থীর নাম, ঠিকানা ও সমস্যা উল্লেখ করে জমা দিতে পারেন। >> প্রতিবার হিলিং বাবদ নিরাময়প্রার্থীর ন্যূনতম সদকার পরিমাণ হলো ৪০ টাকা। আপনি চাইলে এর চেয়ে বেশিও সদকা দিতে পারেন।"" অনেকে ১ বছরের জন্যও হিলিংএ নাম দেয়.. ( কাহিনিতে লেখা আছে ) সদকা ইসলামে উৎসায়িত করা হয়েছে + তার সাথে গুরুজি হিলিং যোগ করে নতুন টাকা আয়ের পথ তৌরি করেছে... পরে যাকাত এবং মাটির ব্যাংকের কাহিনি নিয়ে লিখবো সময় পেলে... আপনাদের মতামত যানাবেন.. বিদ্র: আমি যতটুকু লিখেছি তা কিন্তু http://quantummethod.org.bd/ কোয়ান্টামের ওয়েব সাইট থেকেই নিয়েছি...  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.