আমাদের কথা খুঁজে নিন

   

এত রক্ত, এত শিশুর কান্না, সাদা কাফনে এত মিশুর কচি মুখ!

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। বেদনার্ত মন। এত কালো মেঘ মনের আকাশে, আলো দেখছি না। চোখ বন্ধ করলেই ভেসে উঠে ফিলিস্তিনি শিশুর মুখ।

রক্তাক্ত। রক্তে মাখামাখি। এত নির্মম! উফ, অসহ্য এক কষ্ট বুকের ভেতর খচ খচ করে। এত নির্মমতা যারা করছে তারও দেখতে মানুষের মত। অদ্ভূত।

বড়ই অদ্ভূত। বিশ্ব বিবেক অবরুদ্ধ। কারো মুখে টুঁ শব্দটি নেই। এত রক্ত, এত শিশুর কান্না, সাদা কাফনে এত মিশুর কচি মুখ! ভাবতে পারছি না, কসম সেই মালিকের যার নির্দেশে এ প্রথিবীর সৃষ্টি সেই মালিক কেন বসে আছেন। কেন ? ধ্বংশ হয়ে যাক শ্বাপদ শঙ্কুল প্রান্তর।

জয় হোক মানুষের। জয় হোক সত্যের । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।