আমাদের কথা খুঁজে নিন

   

অভিজ্ঞরা পরার্মশ দিন :: পিসির হার্ডডিস্ক রিকভারী কোথায় করা যায়::

আমি তোমাদেরই একজন, খুবই সাধারণ !!! গত এক সপ্তাহ থেকে বেশ টেনশনে ছিলাম কখন আমাকে শুনতে হবে আপনার পিসির হার্ডডিস্কের ডাটা গুলো আর রিকভারী করা গেল না এই সংবাদটি। আইডিবির ২য় তলায় অবস্থিত "ভিউটেকের" কম.ইঞ্জিনিয়ারদের থেকে আমাকে তাই শুনতে হলো। ওদের মহাজ্ঞানীরা আমার পিসির ডাটা গুলো রিকভারী করে দিতে পারলো না। কিন্তু বিষয়টি আমি হজম করতে পারছি না। ভাবছি ওরা হয়ত এব্যাপারে দক্ষ না।

কারণ প্রায় ৬/৭ মাস আগেও একবার আমার পিসিটি এই সমস্যায় ভুগেছিল। তখন ভিউটেকের একজন এক্সপার্ট আমার ডাটা গুলো রিকভারী করে দিয়েছিল। কিন্তু বর্তমানে তিনি ঐ প্রতিষ্টানে নেই। আর বর্তমানে যিনি করেছেন তিনি মনে হয়না এত বেশি কিছু বুঝে। কারণ আমার তিনটি ড্রাইভের দুটি ব্ল্যান্ক হয়ে গিয়েছিল, একটি ডাটাসহ ছিল।

আর এখন ওরা বলছে সব ডাটাই হারিয়ে গেছে। এই ড্রাইভগুলোতে আমার ফটোগ্রাফী, অনেক কষ্ট করে কালেকশন করা পছন্দনীয় দূর্লভ গানসমূহ, এছাড়া ব্যক্তিগত, পারিবারিক অনেক পুরানো ছবি, হোম ভিডিও ইত্যাদি ছিল। প্লিজ, কেউ কি পারবেন এমন কোন এক্সপার্ট বা দোকানের খবর জানাতে যে আমার ডাটা গুলো রিকভারী করে দিতে পারবে। আমি খুবই কৃতজ্ঞ থাকবো।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.