আমাদের কথা খুঁজে নিন

   

এমন দেশ এ থাকি যে দেশ এ ভাঙ্গা বিল্ডিং এ গার্মেন্ট আর তার পাশেই ফুয়েল পাম্প তাও মেইন রোড এ...

বাংলায় লেখি,বাংলায় বুঝি,বাংলায় হাসি, বংলায় কাদিঁ। প্রথমেই সাভার ট্রেজেডিতে হতাহত সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷ গত কিছু দিন যখনই ব্লগ, ফেসবুক, টিভি অন করেছি একটি দৃশ্যই আমার চোখের সামনে পড়েছে ৷ আমার দেশের অর্থনীতর চাকা সচল রাখা এই খেটে খাওয়া মানুষ গুলো দিনের পর দিন বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে, হচ্ছে শোষিত ৷ সব কিছু মেনে নিয়েই হয়ত তারা জীবিকার তাগিদে এই বিপজ্জনক কারখানা গুলোতে কাজ করছে ৷ এই শত কষ্ট মেনে নিয়ে কাজ করতে যেয়েও তাদের বিভিন্ন মতাদর্শের মানুষের কাছ থেকে কঠাক্ষ শুনতে হচ্ছে ৷ যেহেতু অধিকাংশ কর্মি এই মহিলা তাই কোনো কোনো ধর্মান্ত তাদের হেনস্ত করছে ৷ মালিক রা বঞ্চিত করছে ন্যায্য মুজুরী থেকে ৷ কারন একটাই তারা নারী ৷ সব কিছু যদি বাদ ও দেই বর্তমানে যে জীবন এর জন্য জীবিকার তাগিদে তারা কাজে যাচ্ছে এখন সেই জীবনের নিশ্চয়তাই দেওয়া সম্ভব হচ্ছে না ৷ আগুন, যান্ত্রিক দূর্ঘটনা সর্বশেষ পুরো আস্ত একটা বিল্ডিং ভেঙ্গে পড়া তাও আবার আগে থেকে যানার পর ও ঝুকি পূর্ন বিল্ডিং এ যেয়ে কাজ করতে বাধ্য করে এত গুলো প্রাণ কেড়ে নেয়া ভাষায় প্রকাশ করার মত না ৷ শুধু গার্মেন্ট কারখানাই নয় অপরিকল্পিত নগরায়ন আর উল্টা পাল্টা বিল্ডিং বানানো এবং কতৃপক্ষের উদাশীনতাই আজকের এ পর্যায়ে নিয়ে এসেছে আমাদের ৷ এই এক বিল্ডিং ভেঙ্গে পড়াতেই যা অবস্থা ৭ মাত্রা পা তার আশে পাশের যে কোনো মাত্রায় ভূমিকম্পে কি হবে একবার ভেবে দেখুন ৷ এক বিল্ডিং এর নিচ থেকে মানুষ বের করতেই আজ ৪ দিন এ ঠেকল ৷ আর ঢাকা শহরের কথাই যদি ধরি কি হবে ভাবতে ভয় লাগে ৷ সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা থাকল দ্রুত মৃত্যু দিয় ৷ ধুকে ধুকে যেন না মরতে হয় ৷ এই ত গেল আক্ষেপ ৷ এবার আমার ক্ষদ্র জ্ঞান এ ধরা একটি ঘটনার আলোকপাত করতে চাই ৷ আমার ইউনিভার্সি যাওয়া আসার পথে মালিবাগে এবং তার আশ পাশ এলাকায় বেশ কিছু গারমেন্ট কারখানা পড়ে ৷ যার মধ্যে বেশ কিছু আমার ঝুকি পূর্ন মনে হয়েছে ৷ কিন্তু একটির কথা না বল্লেই নয় মালিবাগের এই গার্মেন্ট কারাখানায় (লাল বিল্ডিং) কোনো নাম ফলক নাই ৷ আজ ছুটি থাকায় এটি বন্ধ ৷ এর পাশেই এটা ফুয়েল পাম্প ৷ আমার ছোটো জ্ঞান এ যা বলে এই বিল্ডিংটা মোটেও সেইফ না (বাইরের স্ট্রাকচার দেখে তাই মনে হয় ৷ ) উপড়ন্তু এমন একটা কারখানার পাশে একটা ফুয়েল পাম্প থাকা এর মাত্রা কে অনেক গুন বাড়িয়ে দেয় বলেই আমার মনে হয় ৷ নিশ্চই কোনো না কোনো নিয়মে এমন স্থাপনার কথা নিষেধ আছে ৷ না থাকলে কোন দেশ এ বাস করছি জানা নাই ৷ দিনে দুপুরে মেইন রাস্তায় এমন স্থাপনা সবাই দেখছে ৷ সৃষ্টিকর্তা না করুক এই বিল্ডিং এ যদি কিছু হয় , কোন দূর্ঘটনা ঘটে যদি সামান্ন আগুন ও লাগে পরিস্থিতি ভয়াবহ হতে পারে ফুয়েল পাম্প এর জন্যে ৷ সময় থাকতে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি ৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।