আমাদের কথা খুঁজে নিন

   

।। একজন ক্রিস্টিয়ানো রোনালদো এবং একটি বিরল বন্ধুত্ব্যের গল্প ।।

আমার সাফল্যের জন্য আমার পুরনো বন্ধু আলবারট ফ্যানত্রাও কে আনেক ধন্যবাদ। আমরা Under-18 চ্যাম্পিয়নশিপে একই দলে খেলতাম। স্পরটিং লিসবন মানেজার আমাদেরকে দেখতে এসে বললেন,"যে ফাইনালে বেশি গোল করবে তাকেই আমাদের একাডেমী দলে নিব। " আমরা ফাইনালে ম্যাচটা ৩-০ গোলে জিতলাম। প্রথম গোলটা আমি করলাম।

অসাধারন হেডে দ্বিতীয় গোলটা করলো আলবারট ফ্যানত্রাও। কিন্তু তৃতীয় গোলটাই ছিল সবচেয়ে বিস্ময়কর। আলবারট এর সামনে শুধু গোলকিপার দাড়িয়ে ছিল,সে গোলকিপারকে পরাস্ত করল। আমি তখন তার পাশেই দৌড়াচ্ছিলাম। তখন গোল হতে শুধু তার final touch এর প্রয়োজন ছিল।

কিন্তু সে আমাকে বল পাস করল। আমি খুব সহজেই গোল দিলাম। তারপর আমি স্পরটিং লিসবন একাডেমী দলে সুযোগ পেলাম। খেলা শেষে আমি তাকে জিজ্ঞেস করেছিলামঃ "তুই কেন এমন করলি???" সে জবাবে বলেছিলঃ "কারন তুই আমার থেকে ভালো ফুটবলার। " ঘটনার সত্যতা জানতে সাংবাদিকরা আলবারট ফ্যানত্রাও এর বাড়িতে গিয়েছিল।

সে ঘটনার সত্যতা স্বীকার করে। আসলে ঐ ঘটনার পর তার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল এবং বর্তমানে সে বেকার। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেঃ তাহলে আপনি কিভাবে এই বিলাসবহুল বাড়ীটা তৈরি করেছেন,আপনার একটা দামি গাড়ীও আছে??আপনাকে তো ধনী মনে হচ্ছে!!! এগুলো কোথা থেকে আসলো??? আলবারট ফ্যানত্রাও খুব গর্বিতভাবে বলেছিলঃ "আমার প্রিয় বন্ধু রোনালদো থেকে" স্বার্থপর এই পৃথিবীতে এই ধরনের বন্ধুর সংখ্যা খুবই কম, সবাই নিজের ভালোটাই আগে বুঝে... আর দুঃখের বিষয় যারা পায় তারা হয়তো তাদের বন্ধুদের এই ধরনের আত্মত্যাগের কথা মনে রাখেনা... রোনালদোকে স্যলুট জানাই, কারন তার এই সাফল্যের পেছনে যার অবদান সব চেয়ে বেশী সেই বন্ধুকে সে ভুলে যায়নি... বিঃ দ্রঃ আমার প্রিয় ফুটবলার কিন্তু মেসি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।