আমাদের কথা খুঁজে নিন

   

ওহে আমেরিকা ও আমেরিকান! মালালার জন্য অশ্লিল ভন্ডামি করতে পারো, তাহলে ফিলিস্তিনী শিশুদের জন্য কি নাটক তৈরি করে রেখেছো???

........ বালিকা মালালার আহত হওয়ার কারণে সারা পশ্চিমা বিশ্ব বিবেক নাকিকান্না কেঁদে ইন্টারনেট, টিভি ভাসিয়ে ফেলে, তার জন্য গানও উৎসর্গ করে, নোবেল প্রাইজ দেয়ার জন্য প্রস্তাব করা হয় যেখানে ৬০হাজার+ পশ্চিমা সাক্ষরও করেছে(আসলে এত টাশকা খাওয়ার কিছু নাই, যেরকম পুরস্কার!)। কিন্তু এই এতগুলো ফিলিস্তিনী শিশু নির্মমভাবে নিহত হবার পরও কোন মোড়লের কোন আওয়াজ নেই ,নেই মিডিয়াতে প্রচার । শুশীলরা চুপ, এরা চুপ, ওরা চুপ, সকলেই চুপ । এমনকি মরে যাওয়া শিশুদের পাড়া-পড়শীরাও হয়ত চুপ । তারা কি চিতকার করে কাঁদতে পারে হারানো স্বজনদের জন্য নাকি আক্রমণের ভয়ে তাদেরও লুকিয়ে লুকিয়ে কাঁদতে হয়??? কে জানে??? আরো একখান কথা, মালালাকে ম্যাডোনা নামক এক গায়িকা কাপড়-চোপড় খুলে নাকি গান ডেডিকেট করেছিল......ভন্ডামির ছিরি দেখে হাসুম না রাগুম মাথায় আসে না......মালালা স্কুলে যাওয়ার পক্ষে কথা কইত, ফিলিস্তিনের নিহত শিশুরা তো শান্তিতে স্কুলেই যেতে পারে না......স্টিভেন স্পিল্লুর ইহুদী মাখনওয়ালা মুভির চাইতেও অসহ্য ইসরাইলী হায়েনাগুলার "আত্মরক্ষা"র যুক্তি...আর আমেরিকা তো তাদের মতই সমর্থন দিছে এই হামলায়......এখন প্রশ্ন হইল, এই ফিলিস্তিনী শিশুদের জন্য ম্যাডোনা আর আমেরিকা কাপড়-চোপড় খুলআখুলির কর্মসূচী চালিয়ে যেতে রাজি আছে কিনা?? যদি চালিয়ে যেতে চায় তাহলে কয় রাউন্ডে এই "নাংগু নাংগু" খেলা শেষ হতে পারে এই উত্তর তাদের জানা আছে কিনা???? আর তোরা যদি নিজেদেরকে এরকম করে নগ্ন করেই যেতে চাস তাহলে আমাদের কথা হল, এর আসলে কোন দরকার নেই । তোরা যে আসলে কোন শ্রেণীর ভন্ড তা তোদের নাদান্মার্কা " আত্মরক্ষা" থিওরি শুনলেই জানা হয়ে যায় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।