আমাদের কথা খুঁজে নিন

   

মওদুদীর জামায়াতঃপাকিস্তান ও বাংলাদেশ

আমি কেবলই আমার মতো দুনিয়া যত আজব তারচেয়েও বেশি আজব মানুষের কাজকর্ম। নইলে কী আর এমন ঘটনাও দেখতে হয়? মাওলানা আবু আ'লা মওদুদী সাহেব শুধু পাকিস্তান আন্দোলনের বিরুদ্ধেই বরং মোহাম্মদ আলি জিন্নাহ ও মুসলিম লীগকে অশ্লীল গালাগালিও করেছেন। অথচ বিভক্তির পরে সেই মওদুদী মশাইও পাকিস্তানের পাণি পাণই শুধু করেন নি রীতিমত মুসলমানের হেফাজতখানা বলে বাহবাও দিয়েছিলেন। আবার দেখুন এই মাওলানা সাহেবই পঞ্চাশের দশকে প্রথমে কাদিয়ানীদের এবং পরে শিয়াদেরকে অমুসলিম ঘোষনার দাবীতে আন্দোলন শুরু করে দিয়েছিলেন। কাদিয়ানী বিরোধীরা আক্রমন করে শুধু পাঞ্জাবেই প্রায় ৫০ হাজার কাদিয়ানীকে হত্যা করেছিল।

পকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী স্যার মহাম্মদ জাফরুল্লাহকে পদত্যাগ করতে হয়েছিল শুধু কাদিয়ানী হওয়ার কারনে। পাকিস্তানে শিয়া-সুন্নীর দাঙ্গাও সংঘটিত হয়েছিল। অথচ মোহাম্মদ আলি জিন্নাহ স্বয়ং ছিলেন শিয়া সম্প্রদায়ভুক্ত। এই দাঙ্গার অভিযোগে মাওলানা গ্রেফতার হলেন। বিচারে ফাঁসি চূড়ান্ত, কিন্তু না মাওলানার সহায়তায় এগিয়ে এলেন সৌদী বাদশাহ।

আইয়ুব খান মাওলানাকে প্রানভিক্ষা দিলেন। যে পাকিস্তানের বিরোধীতা করলেন মওদুদী সেই পাকিস্তানেই বসত গড়লেন। যে জিন্নাহর তীব্র সমালোচনা করলেন সেই জিন্নাহর আনুকুল্যেই পাকিস্তানে গেলেন। জিন্নাহর মৃত্যুর পরে খোদ শিয়াদের বিরুদ্ধে আন্দোলন করলেন। বাধালেন দাঙ্গা।

আবার বাংলাদেশের প্রেক্ষিতে দেখুন। যে বাংলাদেশের বিরোধীতা করলেন সেই বাংলাদেশেই তাঁরা রাজনীতি করছেন। সংবিধান মেনে গোলাম আজম নাগরিকত্বও ফিরে পেলেন। সাংসদ, মন্ত্রী হলেন। সবই দেশের সংবিধানের আওতায়।

শপথও নিলেন সংবিধানের ভাষায়। এদেশে আরেকটা মজার ব্যাপার হলো যে জামায়াতে ইসলাম পাকিস্তানে শিয়াদের অমুসলিম ঘোষনার দাবীতে আন্দোলন, দাঙ্গা-হাঙ্গামা বাঁধিয়েছিলেন; এখানে সেই শিয়ারা নাকি জামায়াতে ইসলামীর রাজনীতি করেন। কী হাস্যকর ব্যাপার-স্যাপার! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।