আমাদের কথা খুঁজে নিন

   

দুবাই ওয়ালার গল্প

বাবু চলিলেন ব্যাগ হাতে ছুটি মিলিল কোন মতে দুই বছরে ছয় মাস তারপর কারাবাস বাবুর বাড়ী চিটাগং রাজ্যের আত্মীয় স্বজন চেয়ে আছে পথ পানে কার জন্য কি আনে বাবুর মাথা গরম মিক্স আছে লাজ শরম পকেটে লাল বাতি চালানির ওজন অতি শেষ মেষ অবশেষে বাবু পৌঁছিলেন দেশে জমাজাতি যা ছিল তিন মাসেই শেষ হল বাবু দোটানায় দিন কিভাবে যায় হাত মন দুটোই খালি বাবুর আছে শালা শালি কথায় কথায় দুলা ভাই এটা চাই ওটা চাই নোকিয়ার দিন নাই এ্যাপেল এর আই চাই বাবু দিন গোনে জেল খানা কাছে টানে কবে যাব কবে যাব কবে আবার মুক্ত হব বাবুর রিটার্ন ব্যাক মান অভিমান করে প্যাক বউ এর কথা মনে পড়ে বেচারী শুধু কেঁদেই মরে বাবু ভেবেই চলে এটাকে জীবন বলে! চালানি বিলানি আর কাঁদনি এই তিন ছাড়া আর কিছু আছে নি!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।