আমাদের কথা খুঁজে নিন

   

আমি আজও নীরব থাকব

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই যেদিন ওই উল্কা পিন্ড ঘুম এনেছিল বিরাটকায় ডাইনোসোরের চোখে সেদিন আমি নীরব ছিলাম......... এরপর বরফ নেমেছে ম্যামথ জমেছে, বানোরয়েড হোমরোযেড হয়েছে প্লেট নড়েছে, দুর্বা বন ছেড়ে ক্যঙগারু আটকে পড়েছে ওশেনিয়ায় কুকুর পোষ মেনেছিল আঁধার গুহায় হঠাৎ আগুন জ্বলেছিল সঙ্গে তিরোহিত হয়েছিল সরলাত্মা আমি নীরব ছিলাম গন্ধব চক্রে আদম নেমেছিল বালুর বুকে ঈর্ষাকাতর জিউস পাঠিয়েছিল প‌্যান্ডোরার অপহার দেবীদের পুতুল খেলায় কেঁদেছিল নারসিসাস আমি নীরব দর্শক ছিলাম আগুনে পুড়েছিল হাইপেশিয়া হেমলক স্বাদ নিয়েছিল বৃদ্ধ ঋষী উন্মত্ত বল্লম ফলা গেঁথেছিল গণিতের বুকে তখনও আমি নীরব ছিলাম ট্রয়ের আগুনে, কুরুক্ষেত্রের লজ্জিত লালসায় মঙ্গোল পৈশাচিকতায়, অন্ধ ক্রুসেডে রুদ্ধ বাতাস রক্ত হোলি চারপাশ আমি তবু নীরব ছিলাম ইনকা চিতার অগ্নি আমায় কাঁদাতে পারেনি হিরোসিমা নাগাসাকির ভস্ম আমায় ব্যাথিত করেনি আর্য মন্ত্রে শুদ্ধাচার ক্যাম্প দেখে হেসেছি অট্টহাসি ভিয়েতের সবুজ ক্যানভাসে নাপাম নকশা আমায় মুগ্ধ করেছে সোমালিয়া অনাহারী হাড়, ডুবে যাওয়া অক্ষি কোটোর বসনিয়ার আত্মচিৎকার, পদ্মা মেঘনার রক্তঅশ্রু- দাগ ফেলেনি আমার মনে তামিল আইরিশ চেচেন কাশ্মীর কিশোরীর দগ্ধ চোখ আমায় টানেনি তবে কেন হিব্রুবিদ্ধ শিশু আমায় কাঁদাবে কখনো না আমি আজও নীরব থাকব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।