আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবনকে বাঁচান

একটি বিষয় বুঝতে পারছি না। সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সরকারী সিদ্ধান্তের ব্যাপারে ছাত্র সমাজ “ ভয়াবহ নীরব “ ভূমিকা পালন করছে কেন? যে ছাত্র আন্দোলন কে গুটা দুনিয়ার তাবৎ শাসকগুষ্টি ভয় পায়, সমীহ করে চলতে বাধ্য হয়, আমাদের প্রিয় সুন্দরবনকে রক্ষার জন্য আমরা কি তেমন দুর্নিবার সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারি না? সরকার দেশের ১৬ কোটি মানুষের মন বুজতেছেন না। আমাদের উচিৎ তা বুজিয়ে দেওয়া। আমরা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে নই তবে সেটি কেন সুন্দরবন এ- ই নির্মাণ করতে হবে? ১৫% বাংলাদেশ এর টাকা, ১৫% ভারত এর টাকা এবং বাকিটা ঋণ। তাও আবার ৫০% লাভ ভারত কে দিতে হবে।

বলি, বাংলাদেশ কার দেশ???????? ভাবছেন আপনার?? যদি আপনি দেশ প্রেমিক হন এবং তা প্রমান করতে চান, তাহলে উচিত সুন্দরবনকে রক্ষায় এগিয়ে আসা। আমাদের ব্যাপক জনসচেতনতা তৈরি করে স্থানীয় ও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে যেভাবেই হউক সুন্দরবনকে বাঁচাতে হবে। সরকার যদি আমাদের কথা না শুনেন তাহলে সুন্দরবনকে রক্ষা করার জন্য “ সর্বদলীয় ছাত্র- সংগ্রাম পরিষদ” গঠন করে সারা দেশে দুর্নিবার আন্দোলন ছড়িয়ে দেওয়া ছাড়া আমাদের উপায় থাকবে না। আশা করি সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সরকারী সিদ্ধান্ত অবলম্বে প্রত্তাহার করবেন। বিস্তারিত দেখতে পারেন নিচের link সমূহ তে click করে।

Click This Link Click This Link Click This Link https://www.facebook.com/protectresourcesbd Click This Link Click This Link Click This Link Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.