আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ১৫৭ (সেদিনে চিঠিগুলো)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! সেদিনে চিঠিগুলো ------------------------------------ শীণর্ময় বুকসেল্ফে ধূলায় মাখামাখিতে হঠাৎ খুঁজে পেলাম চিঠিগুলো । স্পষ্ট দেখতে পাই এ সবে অবহেলায় জমে থাকা বিবর্ণ স্মৃতি । সেসব চিঠির সেই চমৎকার কথাগুলো ভাবাভাবির শেষে একটা সময়ে দীর্ঘশ্বাসে এসে গড়ায় । হঠাৎ অবেলা করে ঝমঝম বৃষ্টি নামে । সেদিনের লাবণ্যের চলে যাওয়ার পথে ঠিক এভাবে বৃষ্টি নেমেছিল । আজ বৃষ্টিতে অনেকটা ভিজে যাই গোপনে, সেইসাথে ভিজতে থাকে চোখের পাতাগুলো । আমার পাগলামী দেখে চিঠিগুলো উপহাসের হাসিতে মাটিতে গড়াগড়ি দেয় । পলকহীন চোখের সবগুলো অশ্রু আকস্মিক বরষায় মিলিয়ে যাওয়া মুহূর্তটুকু কেউ দেখে না, এমনকি সেই অষ্টাদশী যৌবনার কোন পঞ্চ ইন্দ্রিয়ও টের পায় না । ১৭ ই নভেম্বর,২০১২ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ১৫৭/৩৬৫ (বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।