আমাদের কথা খুঁজে নিন

   

নখ দেখে রোগ চেনা

নখের মধ্যে কোন অস্বাভাবিকতা আমরা সাধারণত গুরত্বের সাথে দেখিনা। কিন্তু এইসব অস্বাভাবিকতা অনেক সময় গুরুতর রোগের লক্ষন। মিলিয়ে নিন আপনার নখেও কোন অস্বাভাবিকতা আছে কিনা- > Spoon nails: এই ক্ষেত্রে নখ নরম হয়ে চামচের মত বেকে যায়। এটি আয়রনের অভাবজনিত রক্তশূণ্যতা এবং একটি লিভারের রোগ (hemochromatosis) এর সাথে জড়িত যা শরীরে অতিরিক্ত আয়রনের কারণে হয়। তাছাড়াও এটি হার্টের রোগ এবং থাইরয়েড হরমোন ঘাটতির সাথে সম্পর্কযুক্ত।

> Beau's lines: এই ক্ষেত্রে নখের ঠিক মাঝে একটা খাজ থাকে। এটি অনিয়ন্ত্রিত ডায়বেটিস, মাম্পস, নিঊমোনিয়া, হাম, ভাস্কুলার ডিজিজ, উচ্চ জ্বর এবং জিঙ্কের অভাব এর সাথে সম্পর্কযুক্ত। >Yellow nail syndrome: এই ক্ষেত্রে নখ পুরু হয়ে হলুদাভ রঙ ধারণ করে। এটি শ্বাসতন্তের সমস্যা যেমন ব্রঙ্কাইটিস এবং হাত ফুলে যাওয়া (lymphedema)এর সাথে সম্পর্কযুক্ত। > Nail clubbing: এই ক্ষেত্রে আঙ্গুলের মাথা বড় হয়ে সামনের দিকে বের হয়ে আসে এবং নখও বড় হয়ে সামান্য বেকে বড় হয়ে যাওয়া আঙ্গুলের মাথা কে ঢেকে রাখে।

এটি একটি সময়সাপেক্ষ প্রকৃয়া। এটি রক্তে অক্সিজেনের ঘাটতির ফলে হয় যা আসলে লাং ডিজিজ বা ফুসফুসের রোগের লক্ষন। এছারাও এটি হার্টের রোগ, লিভারের রোগ এবং এইডস এর সাথে সম্পর্কযুক্ত। > Terry's nails: এই ক্ষেত্রে প্রত্যেকটি নখের মাথার দিকে কালচে একটা ব্যান্ড থাকে। বেশীরভাগ ক্ষেত্রেই এটি বয়সের সাথে সম্পর্কযুক্ত।

কিন্তু কোন কোন ক্ষেত্রে এটি হার্ট ফেইলিওর, লিভার ডিজিজ এবং ডায়বেটিস কে নির্দেশ করে। > Nail separation: এটি কোন আঘাত, ইনফেকশন বা নখে কোন ওষুধ বা কসমেটিকসের প্রতিক্রিয়ায় হতে পারে। যদি তা না হয় তবে তা সোরিয়াসিস এবং থাইরয়েড এর সমস্যার নির্দেশক। > Nail pitting: এই ক্ষেত্রে নখ এবড়ো থেবড়ো হয়ে যায়। এটি সোরিয়াসিস বা চর্ম রোগের লক্ষন।

তাছাড়া এটি এলোপেশিয়া বা টাক সমস্যার সাথেও সম্পর্কযুক্ত। (সংগৃহীত)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।