আমাদের কথা খুঁজে নিন

   

হারাম

- বাংলাদেশের মেধাবী তরুণরা ইউরোপ আমেরকার উন্নত দেশ গুলোতে উচ্চ শিক্ষার জন্য আসুক বা ঘুরে দেখতে আসুক এটা আপনাদের মতো আমিও সব সময় চাইতাম। কিন্তু ইদানিং ফেসবুকে মুসলিম মুমিন তরুণদের কর্মকান্ড দেখে তাদেরকে পরামর্শ দিতে ইচ্ছা হচ্ছে,- ভাইয়েরা আফনেরা ইউরোপ আমেরিকায় ভুলেও আইসেন না। এখানে সব ই হারাম। মুরগি হারাম, গোস্ত হারাম, মাটি হারাম, মানুষও হারাম। এরা সব কাফের, এদের সাথে বন্ধুত হারাম।

আর মেয়ে মানুষদের দেখলেই আপনার অজু নষ্ট হবে। এরা যে higher study'র জন্য Scholarship দেয়, সেটাও কাফেরদের দেয়া ট্যাক্স আর মদ বিক্রির পয়সা থেকে দেয়। যেখানে সেখানে নামাজ ও পড়া যায়না, চারদিকে হারাম সব শিল্প কর্মের যন্ত্রনায়। কেবলা খুঁজতে পকেটে কম্পাস নিয়া ঘুরতে হয়। তারপরও কিছু কিছু মুসলিম বন্ধুরা ইউরোপ আসার বুদ্ধি চায় আমার কাছে।

ভাইরেরা আপনারা হালাল দেশে যান please. টুপি মাথায় দিয়া ঘুরতে পারবেন, লম্বা লম্বা দাড়ি রাখতে পারবেন, রাস্তা ঘাটে নামাজে খাড়াইযা যাইতে পারবেন। পুলিশ দৌড়ানী দিব না। কোন কিছু খাবার আগে কাউরে জিগাইতে হইবো না,- এর মধ্যে শুয়োর আর কুত্তা বিলাই এর গোস্ত বা চর্বি আছে কিনা। So ভাই, go to a halal country. আমি হারাম দেশের হারাম মানুষ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.