আমাদের কথা খুঁজে নিন

   

সাভার ট্রাজেডিতে আহতদের জন্য যা যা প্রয়োজন:

কিছু বলার নাই...................। ১) টর্চ - চার্জার টর্চ নয়, ব্যাটারি টর্চ। নতুন কেনা চার্জার টর্চ ৫-১৫ মিনিটের বেশিটেকে না চার্জের অভাবে। ২) জুস - আটকে পরা কেউ আর স্যালাইন / বিস্কুট খেতে চাচ্ছেনা। ৩) মেডিকেল গ্লোভস - ৭ ইঞ্চি ৪) মাস্ক - গন্ধের জন্যে স্বেচ্ছাসেবকরা কাজ করতে পারছেন না।

প্রচুর মাস্ক দরকার। ৫) ছোট প্যাকেটের বিস্কুট। ৬) এনাম মেডিকেল কলেজে দরকার প্রচুর পানি। ৭) চিকিৎসার জন্য যা প্রয়োজন: ক) ইন. সেফট্রিয়াক্সন - ১ মিলিগ্রাম ১৮০ টাকা. ২ মিলিগ্রাম ৩০০ টাকা। খ) ইন. কেটরোলেক - ৫৫টাকা।

গ) ইন. ওমেপ্রাযল - ৭০ টাকা। ঘ) ইন. টি টি - ৬০ টাকা। ঙ) ইন. টি আই জি - ১০২৩ টাকা। চ) আই ভি স্যালাইন - ২৫০ মি.লি ৪৭ টাকা, ৫০০ মি.লি ৭০ টাকা। ছ) আই ভি হার্টম্যান সল্যুসান - ৬০ টাকা।

জ) থ্রেড সিল্ক - অপারেশনে প্রয়োজন ১০ মিটারের রোলের দাম ৫০ টাকা। ঝ) ব্যান্ডেজ, তুলা, গজ ডেটল। (সংগৃহিত) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।