আমাদের কথা খুঁজে নিন

   

হারকিউলিস:দা থ্রেসিয়ান ওয়ার(THE ROCK)

ব্রেট বার্টনার পরিচালিত স্টিভ মোরের সারা জাগানো উপন্যাস হারকিউলিস:দা থ্রেসিয়ান ওয়ার অবলম্বনে নির্মিত ছবিতে হারকিউলিসের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় রেসলার ডোয়ানে দা রক জনসনকে। নিসন্দেহে এটি তার অভিনয় জীবনের বিরাট মাইল ফলক হবে। এখানে উল্লেখ্য দা রকের আইকন অভিনেতা শোয়ের্জনেগার ওএই চরিত্রে পূর্বে অভিনয় করেছিলেন। দা রক এখন হলিউডের দারুণ জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি হলিউড ইতিহাসের অন্যতম সর্বকালের সেরা ফাস্ট ফাইভ মুভিতে গুরুত্বপূর্ন চরিত্রে দূর্দান্ত অভিনয় করে সুনাম কুড়িয়েছেন দা রক।

গল্পের পট ৩২০০ বছর আগের । তিনি দেবরাজ জিউসের পুত্র। হারকিউলিস এর এই জন্ম তার প্রাপ্তি শুধুই ভোগান্তি। হেরা তার সৎ মা যে কিনা সব সময় ওৎ পেতে থাকেন তাকে বিপদে ফেলার এমন কি হত্যা করার। হারকিউলিস পরিবার পরিজন হারিয়ে তীব্র দঃখ জ্বালা আর একাকিত্ব নিয়ে রক্তাক্ত যুদ্ধে জীবন সংগ্রামে।

ঠিক এমনই তারা ছয়জন সঙ্গি একই কঠোর মানসিকতাসম্পন্ন। তারা বুঝে লড়াই কর যুদ্ধ কর শত্রু ধ্বংস কর আর সব শেষে কে কত সম্পদের মলিক হলো বাস। এটাই জীবন। এদিকে থ্রেসিয়ান রাজা চান সর্বকালের হিংস্রতম শক্তিশালী সেনাবাহিনী গড়তে যাতে সে সব কিছুই করায়ত্ত করতে পারে। তিনি কঠিনতম প্রশিক্ষণ দিতে থাকেন তার সৈন্যবাহিনীকে ।

তার যোদ্ধারা হয়ে ওঠে নিষ্ঠুরতম,রক্তপিপাসু হিংস্রতম। দুই পক্ষের যুদ্ধ। তাই নিয়েই হারকিউলিস:দা থ্রেসিয়ান ওয়ার্। দূর্দান্ত একশন। দারুন সব স্পেশাল এফেক্ট আর গ্রেটেস্ট এন্টাটেইনার রকের প্রনবন্ত উপস্থিতি।

ঞলিউডে তাই এই ছবিটি ঝড় তুলবেই এমন প্রত্যাশা নসিনেমা বোদ্ধাদের। তবে অনেকেই বলাবলি করছেন দা রক চেষ্টা করছেন শোয়ের্জনেগারের পথেই হাটতে। হয়তোবা দা রক শোয়েজনেগারের মতই ভাল্লুকের সাথে লড়াইয়ে অবতীর্ণ হবেন । আর তাই যদি হয় তহলে তা হবে সত্যিই উপভোগ্য। তার সারা জাগানো ছবিগুলো হলো ওয়াকিং টল,টুথ ফেইরি দি স্করপিয়ন কিং,দা রান ডাউন,দা মামি রিটার্নস.দা গেম প্ল্যান,সাউথল্যান্ড টেলস,রেস টু উইচ মা্উন্ট্ইন,ফাস্ট ফাইভ ,ডুম ইত্যাদি ।

হলিউড রাজ্রে রক এখন রাজিং ক্রেইজ। তার পরবর্তী মুভিগুলো হল এম্পায়ার স্টেট,ফাস্ট সিক্স,জি আই জু:রিটালিয়েশন ,পেইন এন্ড গেইন। দা রক এবং তার ফ্যামিলি ড্যানি গার্সয়িা সারা বিশ্বজুড়ে রকের রয়েছে অগণিত ভক্ত। তার শক্তিশালী সজীব পেশিবহুল শরীর,চমৎকার হাসি,বক্সিংএর কিংবদন্তী মোহাম্মদ আলীর মতই অসাধারণ বাগ্মিতা। ক্রিমিনোলজি নিয়ে পড়া সুশিক্ষিত রক,আমেরিকান ফুটবল খেলায়ও ছিলেন অসাধারন খেলোয়ার।

তিনি রেসলিং এ মাতিয়ে রাখতেন সকল রেসলিং প্রেমিদের। সবাই তার বিজয় মুহুর্ত উপভোগ করতো। তার সেই জ্ঞানী উক্তি ইট ডাজ নট মেটার হু ইউ আর........কিংবা প্রবল প্রতিপক্ষ কে পরাস্ত করে তার সেই বিজয় ধ্বনি ইটস ইউ স্মেল লালালালালালা হুয়াটস দা রক ইজ কোকিং।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।