আমাদের কথা খুঁজে নিন

   

i hate politics:ইহা একটি প্রহসনের নাম

politics এর উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষদের ৩টি শ্রেনীতে ভাগ করা যায়। যেমন নিম্নরুপ: ১। যারা সরাসরি কোন দলের সাথে যুক্ত। ২। যারা কোন ১টা দলকে সমর্থন করে এবং ৩।

যারা সুবিধা ভোগ করে কিন্তু মুখে বলে i hate politics. আমার সমস্যা ৩য় শ্রেণীর ভদ্রলোকদের জন্য। আমি বলব না পলিটিক্স সম্পর্কে সব কিছু জানি ও বুঝি। বাংলাদেশে পলিটিক্সের করুন অবস্থা সম্পর্কে সব শ্রেণীর মানুষ ওয়াকিবহাল। স্বাধীনতাত্তোর আমাদের দেশের পলিটিক্স কখনো মাথা তুলে দাড়াতে পারে নি। পলিটিক্সের করুন পরিণতি ছাপ ফেলেছে দেশের অর্থনীতির উপর।

বৈদেশিক সাহায্য ছাড়া আমাদের দেশের অর্থনীতি ভাবাই যায় না। দুর্ণীতির শীর্ষে আমরা বহু দিন ধরে। পলিটিক্স মানেই কুপাকুপি আর মারামারি। কিন্তু দু;খের বিষয় হল পলিটিক্স আমাদের রক্তে মিশে গেছে। জীবনের সব কিছুতেই পলিটিক্স,পলিটিক্সের অপব্যবহার।

দেশের কথা চিন্তা না করে ক্ষমতার লড়াইয়ে মত্ত। এরুপ অবস্থা বিবেচনায় আমরা বলি যে আমাদের পলিটিক্স রসাতলে গেল। সাথে সাথে দেশও। কিন্তু পলিটিক্সকে খারাপ বলব আবার সেটার সুবিধা নিব এটা কোন ধরনের পলিটিক্স। কারও চাকরি দরকার,তার চেয়ে উপযুক্ত আবার অনেক আছে।

অথচ তার চাকরি হয়ে গেল। খবর নিয়ে দেখা গেল তার বাবার বন্ধু সরকার দলের বিরাট বড় নেতা। মজার বেপার হল তার ফেসবুক পলিটিক্স স্টেটাসে দেওয়া i hate politics.কারো ছেলেকে ভাল স্কুলে ভর্তি করাতে হবে মেধাতালিকায় টিকে নি। অথচ তার সুযোগ হয়ে গেল। খবর নিয়ে দেখা গেল উনার সমন্ধি সরকার দলের সাংসদ।

কোন এক আড্ডায় তাকে জিগ্গেস করা হল আসছে নির্বাচনে কাকে ভোট দিচ্ছেন,উত্তরে তিনি অনেক জ্ঞানের কথা বলে বললেন আমি না ভোট দিব কারণ i hate politics.কারো চাকরির ট্রান্সফার দরকার বউের মামা নেতা কোন চিন্তা নাই,কি্ন্তু মুখে বলবেন i hate politics.প্রহসনের পর প্রহসন। চিন্তার বিষয় হল এরকম মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এই শ্রেণীর লোকদের জন্যই দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি। আরেক শ্রেনীর মানুষ আবার তাদের জন্য অধিকার থেকে বন্চিত। যারা সুবিধা নিচ্ছেন কিন্তু মুখে অন্য কথা বলছেন তাদেরকে বলছি বড় বড় কথা না বলে পলিটিক্সকে বাচাতে এগিয়ে আসুন।

এটার অপব্যবহার করা থেকে বিরত থাকুন। পলিটিক্সকে ঘৃণা না করে দুর্নীতির বিরুদ্ধে এটাকে কাজে লাগান। সুস্থ রাজনীতি ১টা দেশের প্রধান অবকাঠামো। নিজেকে সুস্থ দাবি করলে নেতৃত্বে এগিয়ে আসুন। দেশকে দুর্নীতিমুক্ত করুন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।