আমাদের কথা খুঁজে নিন

   

অতীত এবং মেঘের গুড় গুড় শব্দ

ধুসর মেঘের গুড় গুড় শব্দ কিছু অনুভুতির কথা মনে করিয়ে দেয় মনে করিয়ে দেয় টিন এর চালে ঝন ঝন শব্দের কথা সদ্য ভেজা মাটির সোদা গন্ধের কথা গাছের পাতার আস্ফালন আর আম ঝরে পরার ঝুম ঝুম শব্দ ........ মেঘের গুড় গুড় শব্দ মনে করিয়ে দেয় অনেক মন খারাপের কথা ও মনে করিয়ে দেয় মার্বেল ডাঙ্গুলি খেলায় বাধা পড়ে যাওয়ায় কিংবা বেড়াতে না যেতে পারায় ........ মেঘের গুড় গুড় শব্দ মন কে আন্দোলিত করত বারংবার সৃষ্টি করে দিত স্কুল এ না যাওয়ার বাহানা কিংবা গেলে ও স্কুল ফাঁকি আর অবাধ ফুটবল.....হ্যা বৃষ্টি তে ভিজে ফুটবল খেলা ....... মেঘের গুড় গুড় শব্দ উপলক্ষ এনে দিত জম্পেস আড্ডা মুড়ি চানাচুর খাওয়া, আর যেন আনন্দে ভেসে যাওয়া মনে করিয়ে দেয় বিদ্দুত চলে যাওয়া আর মোম- হারিকেন নিয়ে ছুটোছুটি ..... মেঘের গুড় গুড় শব্দ এ যেন মধুময় স্নিগ্ধ সুরকন্গ্কন এ যেন মুগ্ধতায় বিমোহিত হয়ে যাওয়া অস্পৃস্য অতীত কে ভালোবেসে ফেলা আর এই সুন্দর অতীত এর জন্য সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।