আমাদের কথা খুঁজে নিন

   

বিএফ(BF), জিএফ(GF), জান, লুতুপুতু, লাভ ইত্যাদি শব্দ দ্বারা প্রেমের মতো মহৎ সম্পর্ককে অপমান করা দন্ডনীয় অপরাধ।

সত্য সব সময় জনপ্রিয় হয় না , জনপ্রিয়ও সবসময় সত্য নয় । বিএফ(BF), জিএফ(GF), জান, লুতুপুতু, লাভ ইত্যাদি শব্দ দ্বারা প্রেমের মতো মহৎ সম্পর্ককে অপমান করা দন্ডনীয় অপরাধ। যেসব শব্দ ব্যবহার করা দন্ডনীয় অপরাধ তা নিচে বর্নিত হলঃ বিএফঃ #ওই তোর বিএফ আছে? # জানিস আমার বিএফ না আজকে আমাকে কেএফসি তে ডেট এ নিয়ে গেছে। বর্তমানের মেয়েরা প্রেমিক শব্দটি উচ্চারন করতে লজ্জা বোধ করে। কারন এসব শব্দ ব্যবহার করলে তার বান্ধবীরা তাকে বলবে, “ইউ আর সো ডাউন মার্কেট।

” তাদের কাছে প্রেমিক শব্দটি কেবল থার্ড ক্লাস মানুষদের জন্য। জিএফঃ জিএফ নিয়া আমার এক বন্ধুর সত্য কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। আমার এক বন্ধু তার এক বড় ভাইয়ের সাথে তার প্রেমিকার পরিচয় করিয়ে দিচ্ছে এভাবে, “ভাই, এই আমার জিএফ। নোকিয়া এন৭০ (Nokia N70)ইউস করে। ” :O :O বর্তমানের ডিজুস মেয়েদের মতো ছেলেরাও প্রেমিকা শব্দটি উচ্চারন করতে লজ্জাবোধ করে।

তাদের মতে এসব ফালতু বাংলা শব্দ ব্যবহার লাভ ইউ, কিস ইউ, মিস ইউ লটঃ ইহাও ডিজুস জেনারেশনের দ্বারা ব্যবহৃত বহুল প্রচলিত একটি লাইন। কিছু হইলেই লাভ ইউ, কিস ইউ, মিস ইউ। এদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন মিস ইউ এর বাংলা কি। আমি নিশ্চিত কেউই পারবে না। আরো কিছু ডিজুসিত শব্দের উদাহরনঃ # বেইবি, আই এম মিচিং ইউ চো মাচ।

# হানি প্লিজ গিভ মি এ হাগ। # ওহ হানি… আই জাস্ট ওয়ানা টেস্ট ইওর সেক্সি লিপস। # Mmuuwwaaahh. (চুমা দিছে আরকি। ) যে কারনে এসব শব্দ ব্যবহার করা দন্ডনীয় অপরাধঃ প্রেম হলো একটি মহৎ পবিত্র সম্পর্ক। পৃথিবীর হাজারো বড় বড় কবি এই প্রেম-ভালোবাসার উপরই দিস্তা দিস্তা কাগজ লেখে আজ চিরস্মরনীয় হয়ে আছে।

এরপরও তারা প্রেম কি জিনিশ তা বুঝতে পারে নি, বর্ননা করতে পারে নি। প্রেম করেছে লাইলি মজনু, প্রেম করেছে শিরি-ফিরহাদ। যেখানে ভালোবাসার গভীরতা এতো ব্যাপক সেখানে এতো মহৎ একটা সম্পর্ককে বিএফ, জিএফ, লাভ ইত্যাদি নোংরা সস্তা শব্দের দ্বারা বেধে দেওয়া দন্ডনীয় অপরাধ বৈকি আর কিছুই নয়। এসব ডিজুস পোলাপানদের ফাসি চাই। প্রেমিকা/প্রেমিককে আদর করে বিভিন্ন নামে ডাকা যেতেই পারে।

যেমন আপনি চাইলে আপনার প্রেমিকাকে নীলিমা বলে ডাকতেই পারেন। তবে জোয়ারে গা ভাসিয়ে উপরোক্ত এসব ফালতু শব্দে প্রেমিক/প্রেমিকাকে ডাকা ঠিক নয়। ডিজুস প্রেমের সুফলঃ আমার দৃষ্টিতে কোনই সুফল নাই। সুফল থাকলে একটাই আছে। আর তা হল শারীরিক বিনোদন।

ডিজুস প্রেমের কুফলঃ হাজারো কুফল রয়েছে যা বলে শেষ করা যাবে না। কিছু কিছু বলার চেষ্টা করছি। # বাংলা ছিনেমার বহুল ব্যবহৃত ডায়লগ, “আমি তোমার সন্তানের মা হতে চলেছি” এর বৃদ্ধি পাওয়া। # মানুষের দৃষ্টিভঙ্গি-মনমানসিকতা খারাপ হয়ে যাওয়া। # সমাজের নৈতিক অবক্ষয় হওয়া যা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে।

# লুলামী বৃদ্ধি পাওয়া। # বলিউড এর একটা ফিল্ম ছিল। নাম হল “LSD”। যার অর্থ হল Love Sex & Dhoka । ইহার মহামারি আকার ধারন করা।

সবাইকে কষ্ট করে সময় নষ্ট করে এই পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আসুন আমারা এই ডিজুস প্রেমের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি। সবাই একসাথে গলা মিলিয়ে বলি, “ডিজুস প্রেম করবো না, ডিজুসিত হব না। ডিজুস প্রেম করা ও ডিজুসিত হওয়া উভয়ই দন্ডনীয় অপরাধ ” (বিঃদ্রঃ ইহা আমার নিজস্ব মতবাদ। ভালো না লাগলে দয়া করে দূরে গিয়া মরেন।

) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।