আমাদের কথা খুঁজে নিন

   

"বই পড়া ভারি মজা"

আলোকিত মানুষ চাই বইপ্রেমীরা প্রায়ই বই নামানোর জন্য ভালো লিংক/সাইট খুঁজে পান না। অনেকের নিজের কালেকশন আছে, আবার অনলাইন লাইব্রেরিতেও অনেকে যায়। যারা কোনটাই পারেন না, বেশ কিছু ভালো সাইট আছে ঘুরে আসার জন্য: ১. PlanetPDF: http://www.planetpdf.com এখানে বেশ কিছু ক্লাসিক বই আছে। ফ্রি-তে নামানো যাবে, রেজিস্ট্রেশন ঝামেলা নেই। ২. Project Gutenberg: http://www.gutenberg.org বই নামানোর জন্য সম্ভবত সবচেয়ে ভালো সাইট।

ফ্রি ফ্রি নামানো যাবে, এজন্য ওদের মেম্বার হতে হবে না। এরা ৪২৭৭৮ টি ই-বই রেখেছে। ৩. Bibliomania: http://www.bibliomania.com এটাও একটা চমৎকার সাইট। সাজানো-গোছানো। এর সদস্যরা যেকোন বই নিয়ে আলোচনা করতে পারে।

বই নামানো যায় না। অনলাইনে পড়া যায়। বাংলা বইয়ের জন্য ভালো/সমৃদ্ধ সাইট আমার চোখে পড়েনি। তবে মূর্ছণা[ডট]কম ও পাঠাগার[ডট]নেট-এ বাংলা পাওয়া যায়। ৪. মূর্ছণা: http://www.murchona.com বইয়ের মান তেমন ভালো না।

সাইজ যথেষ্ঠ বেশি। কিছু বই পেয়েছি এমন যে পৃষ্ঠাগুলো কাগজের বই থেকে যাচ্ছেতাই ভাবে ক্যামেরায় তোলা ছবি, পরে ছবিগুলো এডিট করে পিডিএফ ফাইল বানানো। তাই ঘোলা, পড়তে অস্বস্তি হয়। ৫. পাঠাগার[ডট]নেট: http://www.pathagar.net এদের কালেকশন ভালোই। এপার বাংলা-ওপার বাংলা মিলিয়ে এই মূহুর্তে ১৮৬১ টি বই আছে।

বই পাওয়ার জন্য সদস্য হতে হবে। নিয়মিত লগইন করতে হবে। এই সাইটের জন্মলগ্নে শুধু লগইন করলেই নামানো যেত, এখন বৈতনিক। বৈতনিক বলতে আসলে কি বুঝাচ্ছে আমি বুঝিনি। এদের বই মূর্ছণা-র চেয়ে ভালো, পড়তে অসুবিধা হয়না, লেখাগুলো স্পষ্ট।

৬. বই আর বই: http://boirboi.blogspot.com পাঠাগার[ডট]নেট-এর জন্ম এই ব্লগ থেকে। এখানেও বেশ কিছু বই পাওয়া যাবে পুরোনো পোস্টে। নতুন পোস্টসমূহ বইয়ের লিংক নাকি রিভিউ নাকি অন্যান্য আলোচনা আমার জানা নেই। এছাড়া বন্ধুদের ড্রপবক্স, মিডিয়াফায়ারের ঠিকানা তো আছেই!! ঝামেলা ছাড়া বই পড়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে পেনড্রাইভ নিয়ে আরেকজনের কম্প্যুটারে হামলা করা। আর যাদের সংগ্রহ অনেক এবং বাসায়/বন্ধুদের স্ক্যানার আছে, স্ক্যান করে ফেলুন।

ব্যাকআপ থাকবে, নতুন লাইব্রেরি-ও হবে। আর স্ক্যানড ফাইল জোড়া দিয়ে ই-বই বানানোও খুব সহজ। Adobe Acrobate Professional দিয়ে pdf ফাইল করা যায়। এরপর অন্তর্জালে ছেড়ে দিন। সহজ পদ্ধতিতে গর্বে বুক ফুলানোর মত ব্যাপার বটে! আমি ফুলাই।

* আরো ওয়েবসাইট জানা থাকলে কমেন্টে শেয়ার করবেন, বিশেষ করে বাংলা বইয়ের সাইট। পরে এ্যাড করে দিবো। (ফেসবুকে প্রথম প্রকাশিত: Click This Link ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।