আমাদের কথা খুঁজে নিন

   

।। হেমন্ত-বসন্ত ।।

বাঙলা কবিতা তৃণবৃত্ত তৈরি করেছি মগ্নতম ঋতুর ভেতরে; কবোষ্ণ সবুজ দিন, এ-হেমন্তকালে ঘাসগুলো স্বপ্ননীল চলচ্চিত্রে আবারও উন্মুখ। শীর্ণহাত বৃক্ষ ডাকে, উত্তরের হু-হু জলবায়ু প্রলোভন মেখে দেয় ঘাসে শাদামধু আর্দ্রতায় শীতের শয্যার দিকে যাবো না, যাবো না। হেমন্তনিদ্রায় বুঁদ আছি। আবার বসন্ত এলে ডেকে নিও চৌদ্দই ফাল্গুনে পুনরায় শুধু কেশঘ্রাণ, তারপর মহাকাশে তুলে দেবো পশ্চিমের দিকে অভিবাদন-বাক্যে, সচিৎকার উচ্চারণে বলে দেবো: 'নিঃশর্ত বিদায়'!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।