আমাদের কথা খুঁজে নিন

   

এনাম মেডিকেল কলেজ হাসপাতাল; আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক।

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... গরীব মানুষ যে হাসপাতালের নাম নিতেও সামর্থ্য রাখত না, তাদের বিপদে সবার আগে সর্বোচ্চ নিষ্ঠায় সার্বক্ষণিক সেবা দিয়ে চলেছে সেই প্রতিষ্ঠান না কোন সরকারী হাসপাতাল নয়, সাভার ট্রেজিডিতে শ্রেষ্ঠ ভূমিকা পালন করছে একটি বেসরকারি হাসপাতাল "এনাম মেডিকেল কলেজ হাসপাতাল গতকাল বুধবার সকালে রানা প্লাজা ধসে পড়ার পর থেকেই একনাগাড়ে বিনা পয়সায়, কোনো প্রকার নিবন্ধন বা আনুষ্ঠানিকতা ছাড়াই সেবা দিয়ে চলেছেন সাভারের এনাম মেডিকেলের চিকিৎসক, শিক্ষার্থীসহ সব কর্মীরাই। আশপাশের ক্লিনিক ও হাসপাতালগুলোতেও কিছু রোগী নেওয়া হয়। তবে ওই এলাকার সবচেয়ে বড় হাসপাতাল হওয়ায় এনামেই সাত শয়ের মতো আহত ব্যক্তিকে নেওয়া হয়। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল এমন মহা দুর্যোগের সময়ে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তা সত্যি প্রশংসনীয়। তাদের এই বিচক্ষনার কারণে অনেক প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে।

সাভারের প্রতিটা ক্লিনিক কার্যত প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছেন ভয়াবহ এ মানবিক বিপর্যয়ে এনাম হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের জন্য যা করেছে বা করছে সেজন্য ধন্যবাদ দিয়ে তাঁদেরকে খাটো করবোনা, আমরা ভুলেই গিয়েছিলাম চিকিৎসা মানে সেবা, এনাম হাসপাতাল সে সত্যটা আবার মনে করিয়ে দিল। যে আন্তরিকতা নিয়ে ডাক্তার ও শিক্ষার্থীরা মানুষকে সেবা দিয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা আশা রাখবো এনাম হাসপাতাল সব সময় এভাবেই মানুষকে প্রকৃত সেবা দিয়ে নিজেদের স্বার্থকতা প্রমান করবে। সংশ্লিষ্ট সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা। লোপামুদ্রা মিত্র কি আজকের জন্যই লিখেছিলেন -- ঠিক যেখানে দিনের শুরু অন্ধ-কালো রাত্রি শেষ, মন যতদূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ।

এই কাঁটাতার জঙ্গিবিমান এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশজোড়া ইচ্ছে হাজার সূর্যোদয়। এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবাণল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। দেশ মানে কেউ ভোরের স্লেটে লিখছে প্রথম নিজের নাম, হাওয়ায় বুকে দুলছে ফসল একটু বেঁচে থাকার দাম। সব মানুষের স্বপ্ন তোমার চোখের তারায় সত্যি হোক আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.