আমাদের কথা খুঁজে নিন

   

এখনই সাহারা খাতুনকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে না সরালে ল্যান্ডফোন যাদুঘরে নিয়ে যাবে এই মহিলা।

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী মোবাইল কোম্পানির কুপরামশে ল্যান্ডফোনের কলরেট ও লাইন রেন্ট বাড়িয়েছে সাহারা খাতুন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড(বিটিসিএল) তাদের ল্যান্ডফোনের কলরেট বাড়িয়েছে। গত ২৮ অক্টোবর থেকে নতুন এই কলরেট কার্যকর হয়েছে। আর সংস্থার এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। তবে সাধারণ গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করলেও নতুন ট্যরিফ কার্যকর হওয়ায় বিটিসিএল’র রাজস্ব আয় মাসে ৬ কোটি টাকা বাড়বে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম।

সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ নতুন ট্যারিফ অনুমোদিত হয়। নতুন ট্যারিফে (বিটিসিএল থেকে অন্য অপারেটরে) কল রেট ৬৫ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছে। বিটিসিএল থেকে বিটিসিএল-এর কলরেট অপরিবর্তিত থাকলেও মাসিক লাইন রেন্ট দ্বিগুণ করা হয়েছে। বিটিসিএল’র ঢাকা চট্টগ্রাম ও খুলনার গ্রাহকদের মাসিক লাইন রেন্ট ৮০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১৬০ টাকা, জেলা সদরের লাইন রেন্ট ৭০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা এবং সব উপজেলার লাইন রেন্ট ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। তবে প্রতিমাসে ৫০ ইউনিট কলরেট অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে সর্বশেষ ২০০৯ সালের ১ জুলাই বিটিসিএল’র কলরেট বাড়ানো হয়। নতুন ট্যারিফ সম্পর্কে মাহমুদুর রহমান নামে একজন গ্রাহক ই-মেইলের মাধ্যমে ‘বাংলানিউজ’-এর কাছে তার ক্ষোভ প্রকাশ করেন। ই-মেইলে তিনি বলেন, “সবাই যখন কলরেট কমাচ্ছে তখন বিটিসিএল কলরেট বাড়াচ্ছে। আর মিডিয়া এ নিয়ে চুপ থাকছে। ” মতিঝিল শাহজাহানপুরের বাসিন্দা হারুন অর রশিদ নামক অপর একজন গ্রাহক বলেন, “লাইন রেন্ট রীতিমতো দ্বিগুণ করা হয়েছে।

এটি মেনে নেওয়া যায় না। এক লাফে এত টাকা লাইন রেট বাড়ানো গ্রহণযোগ্য নয়। ” এ ব্যাপারে বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ‘কলরেট আরো কমিয়েছেন’ বলে দাবি করেন তিনি। তিনি বলেন, “আগে বিটিসিএল থেকে বিটিসিএল-এ সব সময়ই কলরেট ছিল ৩০ পয়সা। এখন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩০ পয়সা রাখলেও রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত তা ১০ পয়সা করা হয়েছে।

” তিনি আরো বলেন, “আমরা দেখছি যে, সবগুলো মোবাইল ফোন কোম্পানি গড়ে ৮৪ পয়সা মিনিট রাখছে। অন্য অপারেটরে ১৫ পয়সা বাড়ানো হয়েছে। তবে এরপরেও দেশের যে কোনো ফোন কোম্পানি থেকে আমাদের কলরেট কম। রাজস্ব আয় বাড়াতেই বিটিসিএল নতুন ট্যারিফ ধার্য করেছে। ”  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.