আমাদের কথা খুঁজে নিন

   

“বল বীর বল উন্নত মম শির”

এক ভয়ঙ্কর গাড়ী দুর্ঘটনায় বাম হাতটি হারানো সত্ত্বেও ১০ বছরের জাপানী ছেলেটি জুডো শিখবে বলে স্থির করল । এক বৃদ্ধ জাপানী জুডো শিক্ষক এর কাছে সে শিখতে আরম্ভ করল। সে ভালই শিখছিল তাই ঠিক বুঝতে পারলনা তিন মাস শিক্ষার পরেও শিক্ষক তাকে মাত্র একটি ‘মুভ’(প্যাঁচ বা কৌশল) কেন শেখালেন। ‘সেনসেই’ (জাপানী ভাষায় শিক্ষক) ছেলেটি অবশেষে জিজ্ঞাসা করল “ আমার কি আরও ‘মুভ’ শেখা উচিত নয় ? ” “হ্যাঁ,এটাই একমাত্র ‘মুভ’ যেটা তুমি জান,কিন্তু এটাই একমাত্র ‘মুভ’ যেটা তোমার প্রয়োজন” ‘সেনসেই’ বললেন। ছেলেটি ঠিক বুঝতে পারলনা কিন্তু শিক্ষক এর ওপর আস্থা রেখে সে তার শিক্ষা নিষ্ঠা সহকারে চালিয়ে গেল।

কয়েকমাস পর অবশেষে ‘সেনসেই’ ছেলেটিকে তার প্রথম প্রতিযোগিতায় নিয়ে গেলেন। নিজেই হতভম্ব হয়ে ছেলেটি দেখল সে তার প্রথম দুটি ‘ম্যাচ’ সহজেই জিতে ফেলেছে। ৩য় ‘ম্যাচ’টি বেশ কঠিন হল। কিন্তু কিছুক্ষণ পর তার প্রতিদ্বন্দ্বী অধৈর্য ও উত্তেজিত হয়ে পরল। ছেলেটি নিপুন কৌশলের সঙ্গে তার জানা ‘মুভ’ টি প্রয়োগ করে ম্যাচটি জিতে নিল ।

নিজের সাফল্যে সে অবাক হয়ে যাচ্ছিল। যাইহোক সে এখন ফাইনাল ‘রাউন্ড’ এ উঠল। এবার তার প্রতিদ্বন্দ্বী ছিল অনেক বড়,শক্তিশালী এবং অনেক বেশী অভিজ্ঞ। কিছুক্ষণ পর দেখা গেল ছেলেটি বোধহয় আর পারছেনা। সে আঘাত পেতে পারে ভেবে ‘রেফারী’ বিরতি ঘোষণা করলেন।

তিনি খেলাটি বাতিল করতে যাবেন এমন সময় ‘সেনসেই’ বাধা দিলেন। “ওকে খেলতে দিন” ‘সেনসেই’ নিশিন্ত করলেন ‘রেফারী’কে। খেলা আবার শুরু হল। কিছুক্ষণ পরেই হটাৎ সেই শক্তিমান প্রতিদ্বন্দ্বী একটা বড় ভুল করে বসল এবং নিজের রক্ষন আলগা করে ফেলল। তৎক্ষণাৎ ছেলেটি অতি তৎপরতার সঙ্গে তার ‘মুভ’ টি প্রয়োগ করল এবং প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করে ফেলল।

‘ম্যাচ’টি জিতে ছেলেটি প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ন’ হল। বাড়ি ফেরার পথে ছেলেটি তার শিক্ষকের সঙ্গে প্রতিযোগিতার বিভিন্ন ‘রাউন্ড’ এর ‘মুভ’ নিয়ে আলোচনা করছিল । হটাৎ সে সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করল “সেনসেই, শুধু একটিমাত্র ‘মুভ’ দিয়ে কিভাবে আমি প্রতিযোগিতা জিতে ফেললাম ? ” “তুমি জিতেছ দুটি কারনে। প্রথমত,তুমি জুডোর একটি অন্যতম কঠিন ‘মুভ’ এ প্রায় নিখুঁত দক্ষতা অর্জন করেছ। দ্বিতীয়ত, এই ‘মুভ’ টির ক্ষেত্রে তোমাকে পরাজিত করার একমাত্র উপায় ছিল তোমার বাম হাতটিকে টেনে ধরা।

” বৃদ্ধ শিক্ষক জানালেন তাকে। ছেলেটি বিস্ময়ে হতবাক হয়ে গেল, তার চরম দুর্বলতাটি এক্ষেত্রে ছিল তার পরম শক্তি। অনেক সময় আমরা নিজেদের দুর্বল ভেবে ঈশ্বর কে, চারপাশের পরিবেষকে বা নিজেদের দোষারোপ করি। কিন্তু চেষ্টা করলে আমাদের দুর্বলতা আমাদের শক্তিও হয়ে উঠতে পারে। আমরা সবাই বিশিষ্ট এবং গুরুত্বপূর্ণ।

সুতরাং কখনও ভাববেন না ‘আমি দুর্বল’, কখনও প্রকাশ করবেন না ঔদ্ধত্য বা কষ্টের অসহিষ্ণুতা। শুধুমাত্র বাঁচুন জীবনের পূর্ণতম মাত্রায় এবং বের করে আনুন আপনার মধ্যেকার সবচেয়ে ভাল যা কিছু আছে। বিজয়ী সে নয় যে কখনও পরাজিত হয়নি, বরং সেই, যে কখনও হাল ছাড়েনি। @@ সংগৃহীত ও সম্পাদিত। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।