আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের দেশে বলা হয় যে stage কথা বলা কোন ব্যাপার তাহলে নিচের কাহিনীটা পড়ুন

নাম অ্যাডম। বাড়ি সিঙ্গাপুর যিনি স্কুলে থাকতে math অনেক খারাপ result খারাপ হইয়াই পরিবার তাকে অনেক বকা দিত । তখন সে মনে করল যে math e তাকে ভালো হতেই হবে । সে ফাইনাল এক্সাম এ পাস করল । নতুন বছর নতুন ক্লাস সে ভর্তি হল।

সে ঐ ক্লাস এর math বই কিনে প্রথম chapter এর তত্ত্ব পরে ক্লাস গেলো। প্রথম দিন সবাই ক্লাস এ যে যার সাথে পরিচয় হয়ে নিচ্ছে। ২ ঘণ্টাতে math স্যার আসল। স্যার একটু কথা প্রথম chapter এর তত্ত্ব পড়ালেন । তত্ত্বর উপর ভিত্তি করে একটা math নিজে করলেন তারপর আর একটা math student দের করতে বললেন ।

কিন্তু কেউ math টা পারল না । অ্যাডাম math টা কেবল মাত্র পারল । তখন ক্লাস সবাই তাকে নাম দিল math genius.শরু হল তার সাফল্লের পথ ছলা। এর পর থেকে প্রতি টা ক্লাস করার আগে তত্ত্ব দেখে আসত এবং সে মাথ পারত । দিরে দিরে তার মদ্দে বিশ্বাস আসল যে সে math ভালো।

তার বন্ধু রা মনে করত যে কেউ কোন math না পারলেও অ্যাডাম টা পারবেই। ফলে তার জকন তার কাছে আসত সে তখন টা সন্দর করে বোঝেয়ে দিত। তার বন্ধু দের কে বোঝাতে বোঝাতে সে ভালো কথা বলার দক্ষতা অর্জন করল। দিরে দিরে সে math e অনেক ভালো ফলাফল করল। কেবল মাত্র ভালো কথা জন্য সে ভালো বক্তা হল।

সে এক ঘণ্টা বক্তৃতা দিলে তার ইন কাম হয়ই ৫০,০০০ ডলার। তার একটা লিখিত বই “i am gifted,so are you”.এই পোসট টি আগে protidhoni.com এ প্রকাশ করা হয়েসে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.