আমাদের কথা খুঁজে নিন

   

সিসিফাস, মায়াবিদ্যা এবং অন্যান্য!

আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! ১) এইতো জীবনের কানা মাছি খেলা; ঊড়ন্ত বিষণ্ণ ঈগল; ঊড়তে ঊড়তে নেমে পড়ে শহরের পতনমুখীদের মিছিলে ! পাখিরা বলেন , বন্ধুরা; জীবনও এক প্রকার লিফট যা প্রায়ই আমাদের পালকের উপর নিঃশ্বাস ফেলে ! হেই হেই ঈশ্বর! আপনার পৃথিবীতে ঘুঘুদের চোখে কেন এত সর্বনাশ সর্বনাশ!! এ সব যদি জেনেই ফেলি তবে কি আমিও ব্যর্থ সিসিফাস ? ২) প্রত্যেক শহরে একটা গোপনীয় নদী আছে ওগো নদী, শিখিয়ে দাও মায়াবিদ্যার কৌশল ! ৩) তুমি তো জেনেই গিয়েছো - আমাদের আকাশ হতে চাওয়ার প্রবণতা জন্মগত! তাই দেখি পাজর জুড়ে এতশত রঙিন ঘুড়ি, নাম জানা- অজানা পাখিদের আজন্ম ঊড়াঊড়ি । যে পাখিটা প্রত্যেকের ব্যক্তিগত ঊঠানে বসে শিষ বাজায় প্রতিসকাল, তার পায়ে বেঁধে দাও রোদঘুঙুর , বেজে উঠুক ব্যর্থতার গল্প লুকিয়ে রেখে বাঁশির মত । আঙুলে পুতে দিয়েছিলো যে অরণ্যঘুম, সেইসব রমণী যারা আশ্চর্য ফুল তাদের গন্ধের কসম, কোন ছুটির সকালে হাওয়াট্রেনে চেপে বসো সেই ছেলের মত, যে আকাশ হতে চেয়ে কাগজের বিমানে বেঁধে দিয়েছিলো নিজের আত্মা! দৃশ্যত; এসব শোকই রয়ে গেলো, চিরকাল আকাশ হতে চাওয়ার ব্যর্থতা,পাখি হতে চাওয়ার ব্যর্থতা, জন্মাবধি তাই ডুবে যাই জলের ভিতর জলের ভিতরে !  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।