আমাদের কথা খুঁজে নিন

   

শেষ রক্ষা

মৃত্যুপুরী স্বপ্নীল ঘর, আধার লোনা দেয়ালে থমকানো প্রাণস্পন্দন। ত্রাহি চিৎকারে গগন বিদারী রাতের প্রহর। নিঃসঙ্গ লক্ষিপ্যাঁচার চোখ রাঙ্গানী। রানীর অতিত ভ্রান্তির প্রয়াস। আরেকটি এসানমেন্ট বেচে থাকা সুখে। রঞ্জিত বেশে এলোকেশী, সকল পুরুষ সুখ পাখি' ধরে ধরে জবাই করা, প্রলয় উঠে হাসিতে। সুষ্মিতা রানির প্রতারিত ভালবাসর চাবুক, নিত্য নুতন পুরুষে, ভবলীলা সাংগের কাছাকাছি সর্বশেষ প্রেমি! ইঞ্চি পরিমান সমতল চামর নেই শরীরে। তবুও ক্যামন যেনো শব্দহীন মৃত্যু যাত্রা ওর! না রানীর পাথর হৃদয়ে, ততক্ষণে গোলাপ কুড়ি ফুটতে শুরু করেছে! কিন্তু শেষ রক্ষা কি আর হল? হল না......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।