আমাদের কথা খুঁজে নিন

   

ঠিক এই মুহূর্তে কোনটা জরুরী? মানুষ মারার অস্র কেনা? নাকি মানুষ বাঁচানোর সরঞ্জাম?

জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন। ১,৪৭,৫৭০ বর্গ কিলোর একটি দেশের একটি মাত্র স্পটের ৫০০-১০০০ মানুষের খাবার, ওষুধ, স্যালাইন, লাইট, অক্সিজেন, এ্যাম্বুলেন্স,হাসপাতাল ম্যাট্রেস, মহিলাদের ম্যাক্সি, পুরুষদের জন্য ট্রাউজার, ব্যাটারি চালিত চর্টলাইট, অক্সিজেন ক্যানিস্টার হাসপাতালের জন্য অক্সিজেন সিলিন্ডার (বড়) মিটার সহ পাইপ, কর্পূর, গোলাপজল,পেইন কিলার স্প্রে, সার্জিক্যাল মাস্ক এবং গ্লাভস, কাটার (heavy cutter), হাতুড়ি, গ্লাভস (ভারি এবং হালকা), হেভি স্ক্রু ড্রাইভার, ডাক্তার, নার্স ইত্যাদি যদি সরকারের কাছে যদি না থাকে তাহলে এই দেশে কি কোনও সরকারের আদৌ দরকার আছে? যে বাংলাদেশ আর্মি সারা পৃথিবীর বিভিন্ন দেশে শ্রেষ্ঠ শান্তি রক্ষী হিসেবে জাতিসংঘ সার্টিফাইড। যাদের মমতা-ভালবাসা ও দক্ষতায় মুগ্ধ হয়ে সিএরালিওনের মতো একটা দেশের মানুষ তাঁদের নিজেদের ভাষা পর্যন্ত চেঞ্জ করে বাংলা বলা শুরু করেছে সেই আর্মি ৯ তলা একটা ভবন সামাল দিতে পারছে না, সেটা কি বিশ্বাস যোগ্য? যে দেশে আমাদের জাতীয় সংসদ ভবনের মতো রাজকীয় একটা ভবন আছে, যে দেশে আবুল ফরাজ খানের মতো ইঞ্জিনিয়াররা জন্মায় সে দেশে একটা মাত্র বিল্ডিং কেটে সরিয়ে নেয়ার মতো যন্ত্রপাতি নাই, বিশ্বাস হয়? এতো বড় একটা শহরের ওয়েল ট্রেইন্ড ফায়ার সার্ভিসের সর্ব শক্তি নিয়োগ করেও কয়েকশো বর্গ মিটার জায়গা সামাল দিতে পারছে না, বিশ্বাস হয়? ৫০০/১০০০ মানুষকে সাহায্য করার জন্য লক্ষ্য লক্ষ্য মানুষজন সাহায্যের আবেদন করেও সন্তুস জনক রেজাল্ট পাওয়া যাচ্ছে না, বিশ্বাস হয়? পর্যাপ্ত পরিমাণ ব্লাড না হয় সরকারের স্টকে না থাকতে পারে। সেটা সরবরাহের জন্য সাধারণ মানুষ ডাকা যেতে পারে। কিন্তু কংক্রিট কাঁটা বা উদ্ধার কাজের জন্য কেন সাধারণ মানুষের হাহাকার করা লাগবে? আমাদের সু-প্রশিক্ষিত সেনা সদস্যরা কোথায়? বিল্ডিং স্পেশালিস্টরা সব কোথায়? এই ছোট একটা জায়গার দুর্যোগ সামাল দেয়ার মতো ট্রেইন্ড লোক যদি আমাদের না থাকে তাহলে যখন ভূমিকম্প প্রবণ এই দেশে যখন বিশাল এলাকা ঠিক একই টাইপের দুর্যোগের কবলে পরবে তখন কি হবে? সরকার কি জানেনা অভাগা এই দেশটাতে ভূমিকম্পের কত শত ফল্ট লাইন অবস্থিত? আর, স্টেস্টিক্স অনুযায়ী খুব শিগ্রই একটা ব্যাপক ভূমিকম্প হওয়ার কথা? ঠিক এই মুহূর্তে কোনটা জরুরী? মানুষ মারার অস্র কেনা? নাকি মানুষ বাঁচানোর সরঞ্জাম?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।