আমাদের কথা খুঁজে নিন

   

“হ্যাপি দিওয়ালী” নাকি শুভ দীপাবলি .... আবাল নব্য হিন্দু(স্টার প্লাস জেনারেশান) এটাকে বলে “হ্যাপি দিওয়ালী”!

পোশাকের কারিগর ছোট বেলায় জানতাম এর নাম কালি পূজা, পরে জানলাম এটাকে দীপাবলিও বলে। অনেক সুন্দর একটা বাংলা নাম যেহেতু কালি পুজাতে সন্ধ্যা বেলাতে অনেক প্রদীপ জ্বালাতে হয়। কিন্তু এখন কিছু আবাল নব্য হিন্দু(স্টার প্লাস জেনারেশান) এটাকে আর কালি পুজাও বলে না দীপাবলিও বলে না , বলে “হ্যাপি দিওয়ালী”। মুখে খারাপ কথা আসে!আমাদের কি বাংলা ভাষা এতই গরিব যে পাশের দেশ থেকে শব্দ ধার করে বলতে হবে “হ্যাপি দিওয়ালী”? বরং হিন্দি ভাষার গরিব বলেই তারা লক্ষণ কে লক্সমন, যুবরাজ কে ইউব্রাজ! আর লক্ষ্মীকে লাক্সমি বলে। আমরা এতো প্রাচুর্যে ভরা একটা ভাষার মালিক হয়েও কেন দীপাবলিকে দিওয়ালী বলব? ব্যাপারটা অনেকটা এমন যে শুভ দীপাবলি বললে দাদা দিদিদের মান ইজ্জত চলে যাই। কথা কিন্তু ঠিক পূজা পার্বণে একটু হিন্দি শব্দ মিক্স করতে না পারলে ইন্ডিয়ান পূজার ফ্লেভারটাই যেন আসে না। একেই বলে ২০০ বছরের গোলামির রক্ত! সবাইকে শুভ দীপাবলি! ছোট বেলায় গ্রামে নারকেলের খোলে মোমবাতি জ্বালিয়ে পূজা দেখতে যাওয়া টা আমি এখনও অনেক মিস করি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.