আমাদের কথা খুঁজে নিন

   

নিরাপদ চলাচলে নারী ড্রাইভার আবশ্যক

নারী চালক নিরাপদ। রাস্তা ঘাটে চলাচল খুব রিস্কি হয়ে গেছে। কখন কোন দিক দিয়ে এক্সিডেন্ট হয়ে যায় ঠিক নাই। নারী চালকরা নাকি চালকের দিক থেকে পুরুষ চালক থেকে এগিয়ে আছে তাহলে পুরুষ চালকের কি দরকার? শান্ত শিস্ট ভাবে গাড়ীও চালাবে আবার মাঝে মাঝে মন ফুরফুরেও করে নেয়া যাবে। মাঝে মাঝে বাইক চালাতে ভয় লাগে তাই আপাতত মটর সাইকেলের একজন নারী ড্রাইভার আবশ্যক। যার সান্নিধ্যে নিরাপদে চলাচলও হবে আবার একটু,,,,,,,,,,,,,,,, এভাবে চলতে চাই না , ড্রাইভার সামনে দিবো আর আমি থাকবো পিছনে, থাকবো নিরাপদ এরকম একটা ড্রাইভার আবশ্যক আর চার চাক্কার গাড়ীর জন্য নারী ড্রাইভার নিয়োগ দিবো ৫ বছর পরে। অতএব এ মুহুর্তে যারা আগ্রহী তারা যোগাযোগ করে আবার আগামী ৫ বছর পরের জন্যও প্রস্তুতি নিতে থাকেন। ভাইরে আমি নিরাপদে চলতে চাই। এতো তারাতারি মরতে চাই না , তাই একজন নারী ড্রাইভার খুবই আবশ্যক। অত্যন্ত শান্ত ড্রাইভার, আর্জেন্ট জরুরী আবশ্যক এখানে আছে আসল খবর......... নারী চালক নিরাপদ, bdnews24.com চালক হিসেবে নারীরা বেশি নিরাপদ, কালের কন্ঠ  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.