আমাদের কথা খুঁজে নিন

   

আমার কিছু কথা...... (বোকা শিবির, অন্ধ শিবির) ================

আমার লেখা পড়ে.................. ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় প্রায় প্রতিটি ইসলামি দলই ছিল মদখোর ফাকিস্তানীদের পক্ষে । ১৯৭০-সালের নির্বাচনে তৎকালীন জামায়ত মাত্র ২ টি আসন পায় । অথচ তখন মানুষ ছিল অনেক বেশী ধার্মিক । নির্বাচনে এ অবস্থ্যা হওয়ার পরই তারা বলতে থাকে আমরা এ নির্বাচন মানি না । এইটাকি ইসলামি শিক্ষা? মোটেও না ।

যা বলছিলাম, ১৯৭১-এর সময় এত বিরোধীতা ভয়ভিতী, অত্যাচার, ধর্ষণ, খুন, ডাকাতি,হিন্দুদের দেশ থেকে বিতাড়িত করেও ধর্মীয় দলগুলো, পাকিস্তানী সেনাবাহিনী পরনের জাঙ্গিয়া খুলে পালিয়েছিল । আজ মানুষ অনেক বেশী সচেতন । হাতের মুঠোয় পুরো পৃথিবীর খবর জামাতিরা কি নিয়মিত গঞ্জিকা সেবন করে ? মোট জনসংখ্যার ৬০% তরুন আর তার ভিতর ৩% করে শিবির । তা ভাইজানরা কেমতে আশা করেন এ দেশ দখল করবেন? ৭১-এ এতগুলো রাজনৈতিক দল, সাথে নিয়মিত একটা সেনাবাহিনী- কেচকি মাইরের কথা ভুলে গেছেন ?!! এ দেশে আল্লার ইসলাম পালন হবে, শয়তানের প্রচারিত জামায়তি ইসলাম না । এ দেশ হবে ধর্ম নিরপেক্ষ দেশ ।

শরিয়া আইন চালাইয়া নারী ভোগের দেশ এটা না , হবেও না কোন দিন । আপনারা ভাই রাস্তায় নাইমা মারামারি কাটাকাটি করতেছেন আর অন্যদিকে দেখেন আপনাদের নেতাদের ছাওয়াল পাওয়ালেরা বিদেশে পড়াশুনা করেতেছে । আপনাদের মনে কি েএকবারও এ প্রশ্ন আসে না- নবী করিম (সঃ) যে কাজ নিজে করতেন না তা অন্যকেও করতে বলতেন না । তা হলে আপনাদের নেতাদের বংশধরেরা গাজী বা শহীদ হইতে আপনাদের সাথে রাস্তায় নেমে পুলিশের সাথে একশ্যানে যাইতেছেনা কেন?!!!! আপনাদের প্রিয় দেশ ফাক-ফাকিস্তান । আপনাদের মতে তারা বিরাট ইসলাম প্রেমিক ।

তাইলে ভাইজানরা সে দেশে আপনেগো অবস্থান কই? কয়বার দেশের ক্ষমতায় যাইতে পারছে আপনাদের নেতারা? ভাবেন ভাবেন!!! বাড়ী গিয়া আল্লাহর কাছে মাফ চেয়ে , ইসলামের ছায়া তলে ফিরে আসেন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।