আমাদের কথা খুঁজে নিন

   

কাল বিশ্ববিদ্যালয়ের শেষ ক্লাশ। বুকের পাঁজর ভেঙ্গে যাওয়ার মতো কষ্ট হচ্ছে

কাল যখন ক্লাশ রূমটায় ঢুকবো তখন তা হবে একেবারেই অন্য দিনের চেয়ে আলাদা। কাল আমাদের ভার্সিটি লাইফের শেষ ক্লাশ। কাল থেকে এই ক্লাশরুম আমাদের পর করে দেবে। চেনা দরজা, শব্দ করা ফ্যান, অস্পষ্ট আঁকিবুকি কাটা বোর্ড আর অগোছাল চেয়ারের সারিকে বিদায় বলে চলে আসতে হবে চিরদিনের মত। পরশু থেকে আর ক্লাশের জন্য তাড়া থাকবেনা।

কোন টিচার আর আমাদের জন্য বসে থাকবেননা, আমরা কালকের পর আর কখনোই দেরী করে ক্লাশে ঢুকতে গিয়ে মুখ কাঁচু-মাচু করে থাকবো না। কালকের পর থেকে আমরা যখনই ক্লাশরুমটায় গিয়ে বসবো তখনই আমরা দ্বিধায় পড়বো যে অন্য কারো ক্লাশ নেই তো! খুব চেনা ডিপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আর দেখা হবেনা ক্রিসমাস ট্রি-দের বেড়ে ওঠা, কাঁঠাল গাছে চড়ুই পাখির ঝাঁক কিংবা নাম না জানা ভালো লেগে যাওয়া মেয়েটিকে। সবাই বলে সময় খুব দ্রুত চলে যায়, আমি বলি সবই কত দ্রুত হারিয়ে যায়। কাল ফেরার পথে চেয়ারগুলোকে বলে যাবো- 'ভালো থাকিস, মনে রাখিস'। "তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি"--- আমরা থাকবো এই ক্লাশরুমের আদর্শ বুকে নিয়ে; চিরচেনা ভালোলাগা আর না বলা ভালোবাসায় সিক্ত হয়ে।

। বহু যুগ বেঁচে থাকুক আমার ম্যানেজমেন্ট স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়........... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।