আমাদের কথা খুঁজে নিন

   

কে এই মাওলানা সবগুলো পর্ব এবং কিছু কথা.

তরুণ নামের জয়মুকুট শুধু তাহার, বিপুল যাহার আশা, অটল যাহার সাধনা এ ব্লগের পাঠক ও ব্লগার বন্ধু ও বড় ভাইদের কাছে আমি চিরকৃতজ্ঞ। কারণ আপনারা পড়েছেন এবং মন্তব্য দিয়ে নিজেদের ভালবাসা ও আগ্রহ প্রকাশ করেছিলেন বলেই আমি কে এই মাওলানার পর্বগুলো লিখতে পেরেছি। সত্য স্বীকারে কার্পণ্য নেই, এমন ভালোবাসা না পেলে খুব দ্রুত এতগুলো পর্ব লেখা হয়ে উঠতো না আমার দ্বারা। অসংখ্য কমেন্ট, লাইক এবং ফেসবুক শেয়ার দেখে আমি নিজেও এক অন্যরকম তাড়নার ছোঁয়া পেয়েছি। সম্মানিত মডারেটরদের কাছে আমার সামান্য অভিযোগ, অনেকগুলো লাইক পাওয়ার পরও এই ধারাবাহিকের কোন পর্ব তারা নির্বাচিত পাতায় স্থান দেননি।

আমি তাতে অবাক হয়েছি সত্য, কিন্তু হতাশ নয়। নিজের লেখনী চর্চা এবং ভালোলাগার জন্যই লিখছি। পোস্টের হিট আমার কোনদিন কাম্য নয়। তবুও কিছু বিষয় এমন থাকে, যেগুলো আমাদের জন্য গর্বের এবং শিক্ষার। দৃষ্টিভঙ্গির পার্থক্যে যেন সেসব হারিয়ে না যায়, সেটুকু অনুরোধ থাকল।

কে এই মাওলানার সবগুলো পর্ব একসাথে লিংক দিয়ে দিলাম। কেউ আগ্রহী হলে পড়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। শেষ পর্ব পর্ব- ০৯ পর্ব-০৮ পর্ব- ০৭ পর্ব- ০৬ পর্ব- ০৫ পর্ব - ০৪ পর্ব- ০৩ পর্ব- ০২ প্রথম পর্ব ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।