আমাদের কথা খুঁজে নিন

   

তাহসিন আহমেদের গান চুরি

আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব। ফেসবুক এ চ্যাট করছি হঠাৎ এক বন্ধুর বার্তা। একটা লিঙ্ক দিয়ে সে আমায় বলল, গানটা শুনে দেখ , অস্থির গান।

আমি গানটা ডাউনলোড করে শুনলাম, অনেক ভালো লাগল। গায়কের নাম তাহসিন আহমেদ আর গানের নাম খোলা জানালা। সেই ভালোলাগা থেকে গানটার রীতিমত বিজ্ঞাপন শুরু করলাম। যাকে পাই তাকেই এই গান শুনতে বলি, তারাও শুনে প্রশংসা করে “তাহসিন ছেলেটা ভালই গায়”। বিপত্তি ঘটল যখন কুয়েট ক্যাম্পাস এ ভর্তি হলাম তখন।

সবাই বলছে ইয়ামিন ভাইয়ের খোলা জানালা গানটা আছে না তোর কাছে?? আমি বলি, খোলা জানালা তো তাহসিন আহমেদ এর আর ওইটা আছে। তারা বলে, ইয়ামিন ভাইয়ের গানটা আরও ভালো। আবার কেউ বলে, তাহসিন ইয়ামিন ভাইয়ের গানটা রিমেক করেছে। এমনি নানা উল্টো-পাল্টা খবরে মেজাজ খারাপ হয়ে আসছিল। সব ভুল ধারণা ভেঙ্গে দিলেন ইয়ামিন ভাই নিজেই যখন আমরা গানটাকে পুরষ্কার জেতানোর জন্য পোস্টারিং করতে যাব।

ভাই যা বলেছিলেন তাতে কাহিনি দাঁড়ায় এরকমঃ ইয়ামিন ভাই ও তার বন্ধুদের মিউজিক ব্যান্ড “সোয়াট” এর দুই সদস্য শুভ ভাই আর ইয়ামিন ভাই গানটার কাজ শুরু করেছিলেন। ইয়ামিন ভাই সুর করেছিলেন, লিখেছিলেনও তিনি। গানটাকে মোটামুটি একটা জায়গায় তুলে দুইজন দুইদিকে চলে যান। ইয়ামিন ভাই কুয়েটে আর শুভ ভাই টেক্সটাইল এ। এই টেক্সটাইলেই পড়েন তাহসিন আহমেদ।

তো এক গানের আসরে শুভ ভাই গানটা গেয়ে শোনান। সেখানে তাহসিন আহমেদও ছিলেন। আড্ডার পর তাহসিন শুভ ভাইকে বলে যে, তার নিজের রেকর্ডিং স্টুডিও আছে। সে গানটা রেকর্ড করতে চায়। এভাবে সে শুভ ভাইকে মোটামুটি এটুকু জানিয়েই গানটা নিজের মত করে উল্টো-পাল্টা সুরে ,কথায় পরিবর্তন এনে রেকর্ড করে ফেলে।

তাহসিন আহমেদ এর মূর্খতার পরিচয় পাওয়া যায় যখন সে গানটার কথার অর্থ না বুঝেই শেষ অন্তরা দ্বিতীয়তে গেয়েছে। ‘অনেক পথের পথিক আমি ক্লান্ত সর্বশেষ’- এই অন্তরাটি মূল গানে শেষে গাওয়া হয়েছিল। গানের কথার ধারাবাহিকতা রক্ষার জন্য তাই করা আবশ্যক। কিন্তু তাহসিন নকল করতে যেয়ে ধরা খেয়ে গেছেন। যাই হোক, তাহসিনের এই গান(!) ব্যাপক জনপ্রিয় হয় এবং রেডিওতেও হিটলিস্ট এ থাকে।

এরই মাঝে ইয়ামিন ভাই ব্যাপারটা জানতে পারেন। তিনি তাহসিনকে গান নকলের ব্যাপারটা বললে তাহসিন বলে সে কথা ও সুর এর জায়গায় ইয়ামিন ভাইয়ের নাম দিয়েছে। এই হাস্যকর কৈফিয়ত শুনে ইয়ামিন ভাই আইনানুগ ব্যবস্থা নিবেন বলে তাহসিনকে সতর্ক করে দেন। পরে তাহসিন আহমেদ রেডিও থেকে তার নকল গানটার লিঙ্ক সরিয়ে নেয় আর ইয়ামিন ভাইকে বলে যে সব ওয়েবসাইট থেকে সে তার গানের লিঙ্ক সরিয়ে নিয়েছে। এটাও একটা মিথ্যাচার, কেননা এখনও মিডিয়া ফায়ারের সব লিঙ্কে গানটার নাম "খোলা জানালা"(ইয়ামিন) লিখা থাকলেও সেটি মূলত তাহসিন আহমেদের গাওয়া গানটিই।

কিন্তু সবসময়ই সৃষ্টিশীলতার জয় হয়। সোয়াট এর গানটা সেপ্টেম্বর মাসে রেডিও ফুর্তির “এয়ারটেল ইয়াংস্টার অফ দ্যা মান্থ” সম্মাননা পায়। তবে এখনও অনেকেই জানেননা গানটা কার!! এরপর নিশ্চয় আর তর্ক করবেন না। গানের নামঃ খোলা জানালা পারফর্মিং ব্যান্ডঃ সোয়াট গানের কথাঃ ইয়ামিনুল ইসলাম গানের সুরঃ ইয়ামিনুল ইসলাম কন্ঠঃ ওয়াকিলুর রহমান মিলু মূল গানের লিঙ্কঃ এখানে ক্লিক করুন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।