আমাদের কথা খুঁজে নিন

   

The Man Who Knew Too Much (1956) অ্যা আলফ্রেড হিকচক মুভি রিভিউ

everything is fair in love and war Alfred Hitchcock এর মুভি বলেই দেখা । আসলে এই লোকের সব মুভিই টাইমলেস । কয়েকদিন আগেই এটার কালার ব্লুরে বের হয়েছে বলেই নামায়ে দেখা শুরু করলাম । তারপর আবার থ্রিলার মুভি আমেরিকান এক দম্পতি তাদের ছেলেকে নিয়ে বেড়াতে যায় আফ্রিকার মরক্কোতে । রাস্তার লুইস রার্নাড নামক এক ফ্রেঞ্চ এর সাথে পরিচয় এবং আলাপ হয় ।

তখন তারা বুঝে নাই কি ড্রামা তাদের জন্য অপেক্ষা করছে ( !! ) পরদিন এই দম্পতি মার্কেটে বের হয় তখন ই লুইস রার্নাড হয় খুন এবং মারা যাওয়ার আগে একটা মেসেজ দিয়ে যায় তাদের কাছে । এর পর কিডন্যাপ হয় তাদের ছেলে এবং টেলিফোনে বলা হয় ওই মেসেজ যেন কোনভাবেই পুলিশের কানে না যায় ... । কাহিনি প্রবাহ এমন ভাবেই শুরু হয় । দম্পতি কি পারবে তাদের ছেলেকে বাচাতে !! এদিকে পুলিশ উলটা খুনের ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে । কি ছিল ওই ম্যাসেজে !! ম্যাসেজ ধরে এগিয়ে গেলে কি পাওয়া যাবে তাদের ছেলেকে ? এগুলান জানতে হলে মুভিটা দেখতে হবে ।

এটা পুরান মুভি হলেও নতুন কালার প্রিন্ট করা । এবং এত টুকু শিওরিটি দিতে পারি বোরিং হবার কোন চান্সই নাই । স্কীনশট : http://imgur.com/pywkM4J http://imgur.com/JFrjnZW http://imgur.com/Mn82qg1 ডাউনলোড লিংক : টরেন্ট : http://bit.ly/1b7cRTJ ডিরেক্ট লিঙ্ক : http://bit.ly/15DcYoM  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।