আমাদের কথা খুঁজে নিন

   

সেই মেয়েটি

পৃথিবীর শুরু থেকে আজ অবধী যা কিছু ঘটেছে এবং আজ থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যা কিছু ঘটবে তার সবই নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট গতিতে ঘটেছে ও ঘটবে। সুতরাং দ্রুত, ধীর ও অসময় বলে পৃথিবীতে কোন অর্থবোধক শব্দ নেই। "পাশের সিটে বসা মেয়েটাকে কেন যেন চেনা চেনা লাগছে কিন্তু কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না। " ভাবছে রাফসান। ভার্সিটি বাস মিস করে পাবলিক বাসে করে ভার্সিটিতে যাচ্ছে, ভার্সিটির ঠিক আগের স্টপেজ থেকে একটি মেয়ে বাসে ওঠে।

পুরো বাসের একমাত্র খালি সিট খানা রাফসানের পাশেই পড়ে ছিলো, মেয়েটি এসে রাফসানকে বলে- "বসতে পারি?" রাফসান বললো - -"আমার কাছে অনুমতি চাইবার কি আছে বসে পড়ুন। " ভাবতে ভাবতে ভার্সিটির গেটে বাস থামে, নেমে পড়ে রাফসান কিন্তু মন রয়ে যায় বাসে.......... ক্লাস শেষে বাড়ির রাস্তায় পা বাড়ায় কিন্তু পা যেন চলে না, রাফসানের কেন যেন মনে হচ্ছে মেয়েটি পরিচিত তাই যা কখনো ভাবেনি তা'ই করার সিদ্ধান্ত নিয়ে বাস থেকে নেমে পড়ে ঠিক যেখান থেকে মেয়েটি বাসে উঠেছিলো। প্রায় সন্ধ্যা হয়ে এলো মেয়েটির দেখা নেই, রাফসান এদিক ওদিক ঘোরাফেরা করছে। কখনো বা চায়ের দোকানে কখনো রেস্টুরেন্টে..........ভাবছে এবার চলে যাবে। আর ৫ মিনিট দেখে পা বাড়াবে বাড়ির দিকে তাই চেয়ে আছে বাসের দিকে, রাফসানের মনে হলো কেউ যেন তাকে ডাকছে।

এতো কোলাহলের মধ্যেও রাফসান কন্ঠস্বরটি চিনতে পারলো, পিছন ফিরতেই দেখলো মেয়েটি তার থেকে দু' হাত দূরে দাঁড়িয়ে মুচকি হাসছে। "কি? মেয়ে দেখলেই পিছু নিতে হয়?" -মেয়েটি প্রশ্ন করে রাফসানকে। মেয়েটির ভাষায় তাচ্ছিল্য নয় বরং যেন উৎসাহ আছে মনে হলো রাফসানের তবু লজ্জিত স্বরে বললো - "না মানে, আসলে আপনাকে কেন যেন খুব পরিচিত মনে হচ্ছে তাই। " সেদিনের পর থেকে রাফসানকে আর ভার্সিটি বাসে দেখা যায়নি, কারন রুবি ভার্সিটি বাসে যায়না। ওহ! রুবিকে চিনেন না? রাফসানের বন্ধুরা জানে প্রায় তিন মাস ধরে রাফসান আর রুবির প্রেম হয় ফোনে কিন্তু সাক্ষাত হয়নি।

ওদের ভাষ্য ছিলো এরকম যে কোন একদিন ওদের দেখা হয়ে যাবে কোথাও, দু'জন চিনে নেবে দু'জনকে। উৎসর্গঃ পৃথিবীতে সত্যিই এমন কিছু মানুষ আছে যারা পাশের মানুষটাকে ঠিক চিনতে পারে তাই তারা পাশের মানুষটাকে কখনো পরীক্ষা করে না কিন্তু শেষ পর্যন্ত তারা পরীক্ষার সম্মুখীন হয় ও পরীক্ষা না দেয়ার কারনে অকৃতকার্য বলে গণ্য হয় কারন তারা মনে করে যে ভালবাসায় পরীক্ষা থাকতে নেই। গল্প ভাবনাঃ হঠাৎ বৃষ্টি (চলচ্চিত্র), *মিথ্যেরাজ (নাটক) * অনেক বছর আগে দেখেছিলাম নাটকটি, নাটকটির নাম ঠিকই "মিথ্যেরাজ" কিনা আমার মনে নেই। পূর্বে এখানে প্রকাশিত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।