আমাদের কথা খুঁজে নিন

   

-বন্ধ জানালা-

এসো নীপবনে আমি আমার জানালা খুলে তোমার জানালার দিকে তাকিয়ে থাকি যদি খুলে যায় জানালা যদি জ্বলে উঠে আলো যদি জানালার পাশে এসে দাড়াও তুমি যদি আমার চোখে একবার পরে চোখ! আমি আমার সমস্ত নিয়ে জানালা খুলে বসে আছি যদি খুলে যায় জানালা যদি জ্বলে উঠে আলো যদি খোলা চুলে জানালায় এসে দাড়াও যদি আমায় ভেবে দূর আকাশে তাকাও সারা রাত আমি তাকিয়ে থাকি তোমার জানালার দিকে তাকিয়ে থাকি যদি খুলে যায় জানালা যদি জ্বলে উঠে আলো যদি তারারা শুরু করে ফিসফিসানি নীরবতা ভেঙ্গে পাখিরা গায় গুনগুনানি আমি কেবল জানালা খুলে তোমার জানালার দিকে তাকিয়ে থাকি রাত বাড়ে, প্রশ্ন জাগে নিরবতার নিঠুর রাগে সময় কাটে স্বপ্ন ফুরোয় বন্ধ জানালা বন্ধই থাকে। ১১.১১.১২  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.