আমাদের কথা খুঁজে নিন

   

ঘোর মাতাল

আমার আমি কে খুঁজি চারিদিকে অমানিশার ঘোর অন্ধকার, সেই অন্ধকারে বসে আছি আমি এক ঘোর মাতাল। সব কিছু ওলট পালট মনে হচ্ছে , কারন শরীরের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। চোখের পাতায় যেন মনে হয়, সকল তাপ এসে ভর করেছে। হঠাৎ ! কে যেন বলে উঠল এসো ঘুমিয়ে পড়ি, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঘুম তো আসছে না, মনে হচ্ছে ঘরময় ঘুরছে, ঘূর্নায়মান চক্রের ভিতর আছি আমি চারপাশের পুরোজগতটাই ঘুরছে। চারিদিকে অমানিশার ঘোর অন্ধকার, সেই অন্ধকারে বসে আছি আমি এক ঘোর মাতাল। বির্বণ্যবিভীষিকা ঘিরে ধরেছে আমায় ঘুনে খেয়ে চলেছে, অবিরাম ক্লান্তীহিনভাবে প্রত্যেকটি অঙ্গে, তাই বুঝি আজ এমনই সময় নাই কেউ আমার সঙ্গে। তাহলে! ঐ যে কে-যেন বল্ল? সব কিছু ওলট পালট মনে হচ্ছে কারন, শরীরের তাপমাত্রা ক্রমশ তীব্র থেকে তীব্রতর আকার ধারন করছে। চারিদিকে অমানিশার ঘোর অন্ধকার, সেই অন্ধকারে বসে আছি আমি এক ঘোর মাতাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।