আমাদের কথা খুঁজে নিন

   

এক টাকার জন্য জীবন গেল কলেজ ছাত্র রিয়াজের

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত ঘুম থেকে জেগে উঠে প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মাত্র একটাকা বাসভাড়ার জন্য জীবন দিতে হলো কলেজছাত্র রিয়াজ সিকদারকে (১৮)। সহপাঠী হাবিব ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী গ্রামের দিনমজুর মো. জব্বার সিকদারের ছেলে বহরপুর কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রিয়াজ সিকদার গতকাল ভোরে হিসাববিজ্ঞান প্রাইভেট পড়ার জন্য একই কলেজের শিক্ষক ফয়জুর রহমান বাচ্চুর কাছে কলেজ ক্যাম্পাসে যায়। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বাসের দাবি করা ভাড়া ৫ টাকার পরিবর্তে ৪ টাকা দিতে গেলে বাসের সুপারভাইজারের সঙ্গে কথা কাটাকাটি হয় রিয়াজের। একপর্যায়ে সুপারভাইজার ধাক্কা দিয়ে রিয়াজকে ফেলে দিলে বাসচাপায় ঘটনাস্থল গোহাইবাড়ী ঈদগাহ সংলগ্ন এলাকায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকাবাসী রাজবাড়ী-বালিয়াকান্দি-মধুখালী মহাসড়ক অবরোধ করে। ঘাতক বাস নিউ প্রত্যাশা পরিবহনটিকে (রাজবাড়ী জ-১১-০০-১৯) ভাংচুর করে উত্তেজিত জনতা। বর্তমানে বাসটি থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানার এসআই ইমদাদুল হক জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং একটি দুর্ঘটনাজনিত অপমৃত্যুর মামলা হবে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।