আমাদের কথা খুঁজে নিন

   

কিছু আশা আকাঙ্ক্ষার কথন...

তুমি যদি প্রত্যেকদিনকে নিজের জীবনের শেষ দিন ভাবো, তাহলে, একসময় তুমি সঠিক হবে! মুহিন একটি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। সে মোটামুটি ভালো ছাত্র হিসেবে পরিচিত। মুহিনের পরিবারটি নিম্ন মধ্যবিত্ত। তবে, তাদের দিন মোটামুটি কোন রকমে চলে যায়। কিন্তু, একটাই সমস্যা, সে প্রযুক্তি ছাড়া একটা মুহূর্তও থাকতে পারে না।

তাদের বাসায় অনেক আগের একটা পুরনো কম্পিউটার আছে। একবার বাবা অনেক কষ্টে পুরনো একটা কম্পিউটার কিনেছিল। মুহিন সেটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু, নাড়তে পারে না। বাবা বলেন, 'এটা অনেক কষ্ট করে টাকা জমিয়ে কিনেছিলাম তোমার বড় ভাইয়ার জন্য, কিন্তু সে তোর আর....।

এই কথা বলেই বাবা ঝরঝর করে কেঁদে ফেলেন। প্রথম যেদিন এই কাণ্ডটা ঘটে তখন মুহিন খুব অবাক হয়ে যায়। তখনই, মুহিনের মা এসে মুহিনের গালে একটি চড় বসিয়ে দিয়ে বলে, 'এই কথা তোমার বাবাকে আর কখনো বলবা না আর ওই যন্ত্রটাকে কোনদিন নাড়বাও না'। আজ হঠাৎ করে মুহিনের এই কথাটি মনে পড়ার কারণ হল আজ সে বাসায় একা। বাবার এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে বাবা আর মা বাইরে গিয়েছেন।

মুহিনকে বলেছেন, 'দেখ মুহিন, কোন দুষ্টামি করবা না, আর ওই যন্ত্রটার দিকে যাবানা'। কিন্তু, মুহিনের মনে একটা প্রবল ইচ্ছা জেগে ওঠে যন্ত্রটাকে নাড়ার। কি আছে এমন যন্ত্রটাতে? কিসের কারণে এই যন্ত্রণটার জন্য মুহিনের বন্ধুরা এতো পাগল? কি আছে? কি আছে? কি আছে? এমন সময় হঠাৎ মুহিনের ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ আগে দেখা স্বপ্নটার কথা মনে পড়ে মুহিন হেসে ওঠে। কি অদ্ভুত স্বপ্ন তাই না? কম্পিউটারে কি আছে সেটাই আমি জানি না! কি অদ্ভুত একটা স্বপ্ন! বাজে স্বপ্ন....... যাই, মেইলটা চেক করে আসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।