আমাদের কথা খুঁজে নিন

   

~~~~ হাত যেখানে এতিম হত ~~~~

কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) পাতিকাকের কণ্ঠার রঙের সন্ধ্যা নামে ................... অশান্ত ঢাকার বুকে । মাটি যেন ছোঁয় না - ............ দ্বিধা নিয়ে ঝুঁকে থাকে .................... মাঝরাত্তির অবধি - মানব ও বসতির মুঠোহাত তফাতে । অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চল হতে দেখা যায় আকাশের বিস্তীর্ণ প্রেক্ষাপট .................................. অতি ক্ষুদ্র তারাটি - দপ্‌ দপ্‌ দপ্‌ এই নিভল , ........................... নিভে যায় বুঝি ! নিয়ন বাতির আলোয় ........ পাশের বাড়ির সস্তায় .................. চুনকাম করা দেয়ালে শিম পাতার ছায়া নড়ে , .................. খুব ধীরে খেয়ালে , মানুষের মনে কোন - .......................... সন্দেহের উদ্রেক না করে । টিন শেডেড কোন বাড়ির অঙ্গনে খড়ের স্তুপের মত ...... চুপ করে থাকে তেজপাতা গাছ ............................................... গম্ভীর গাম্ভীর্যে ..... আমার চারপাশে ভেসে বেড়ায় ....................... মানুষের স্বাদ । নিঃশ্বাসে লাগে বিষম বিস্বাদ ।

জলপাই গাছের পাতায় যখন শীতের আদর ঘামের মত জমছে ; গতশীতের ম্লান সন্ধায় তোমার কব্জিঘেরা হাতাওয়ালা কালো মখমলের সোয়েটারটা - ........................... বড় বেশি টানছে । যার বাইরে যেন ফুটে থাকত ...... অসহ্য রকম উজ্জ্বল তোমার ...... দশটি আঙুল ও হাতের তালুর ............................. বক্রসরল রেখা ! যে হাত ধরে আমি শীত কাটিয়ে .................... উষ্ণতা উপভোগ করতাম । যে হাতের আঙুলের ফাঁকে আঙুল আটকে ......... নিজেকে প্রবাদ পুরুষ মনে করতাম ! আদবহীন বাতাসের ঝাঁপটায় ......... সে হাতের ত্বক যদি শীতল হত তবে শরীরের সব তপ্ততা দিয়ে ..................... প্রানান্ত চেষ্টা চালাতাম সব'কটি শিরায় রক্তের বাণ ডাকাতে । আমার কর্কশ হাতের মাঝে - .................. তোমার সে আপাতক্ষুদ্র আঙুলগুলোকে .................. বড় অসহায় মনে হত - তোমার গোটা হাতটাকে আমি আড়াই দিনের হাসের বাচ্চার মত আদর করি মনে হত - মনে হত - বড় এতিম যেন - ...................... ঐ হাত দুটো । ।

( ৫/১০/২০০৫ , ঢাকা ) ছবিঃ বলা যাবে না  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।